South 24 Parganas News: বাঘের আনাগোনা রুখতে অভিনব উদ্যোগ সুন্দরবনে! জঙ্গল ঘিরতে বসছে স্টিলের ফেন্সিং! কী বলছেন স্থানীয়রা

Last Updated:

এবার বাঘের লোকালয়ে আসার দিন শেষ,সুন্দরবনে শুরু হচ্ছে স্টিলের ফেন্সিং বসানোর কাজ

+
সুন্দরবন

সুন্দরবন

সুমন সাহা,সুন্দরবন :  শীতের শুরু থেকে এখনও পর্যন্ত কুলতলি ও সংলগ্ন সুন্দরবনের গ্রামগুলিতে অন্তত ৩৮ বার বাঘ ঢুকে পড়েছে। কখনও ধানখেতে, কখনও বা সবজির জমিতে আশ্রয় নিয়েছে তারা। বনদফতরের তৎপরতায় তিনবার বাঘ খাঁচাবন্দিও হয়েছে। তবুও আতঙ্ক কাটছে না কুলতলির মৈপিঠ, নগেনাবাদ, দেউলবাড়ি, ভুবনেশ্বরী–সহ একাধিক গ্রামে। ঘন ঘন বাঘের হানার আতঙ্কে গ্রামবাসীরা। বাঘের লোকালয়ে প্রবেশ নতুন কিছু নয় সুন্দরবনে। তবে সম্প্রতি এই প্রবণতা বেড়েছে আশঙ্কাজনকভাবে। স্থানীয়দের মতে, জঙ্গল সংলগ্ন ৪৬ কিলোমিটার নাইলনের জাল বসিয়েও বাঘের গতিপথ রোখা যাচ্ছে না। কারণ, লবণাক্ত জোয়ারের জল, রোদ-বৃষ্টি আর ঝড়ের ফলে সেই জাল খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায়। অনেক সময় মৎস্যজীবীরা কাঁকড়া ধরতে ছোট নৌকায় জাল কেটে জঙ্গলে ঢোকেন, ফেরার পথে সেই ছিদ্র আর বন্ধ করেন না। ফলে সেই ফাঁক দিয়ে বাঘ অনায়াসে লোকালয়ে ঢুকে পড়ছে।
এবার স্থায়ী সমাধানের পথে বনদফতর।এই সমস্যা কাটাতে এবার বড় সিদ্ধান্ত নিল বনবিভাগ ও সুন্দরবন টাইগার রিজার্ভ (এসটিআর)। নাইলনের বদলে স্টিলের ফেন্সিং বসানোর কাজ শুরু হচ্ছে শিগগিরই।
advertisement
বনদফতর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে প্রায় ১০০ কিলোমিটার এলাকা জুড়ে এই স্টিলের জাল বসানো হবে। স্টিলের জাল যেমন দীর্ঘস্থায়ী, তেমনই তা কাটা বা নষ্ট করা মৎস্যজীবীদের পক্ষে প্রায় অসম্ভব।দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগের কর্তা জানিয়েছেন, রায়দিঘি রেঞ্জের কুলতলি অঞ্চলে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এখানেই সবচেয়ে বেশি বাঘের আনাগোনা চোখে পড়ে। যদি কুলতলির ৪৬ কিলোমিটার জঙ্গল এলাকায় স্টিলের জাল বসানো যায়, তাহলে অনেকটাই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তিনি।
advertisement
এসটিআরের আরও কয়েকটি অঞ্চলেও জাল বসানোর পরিকল্পনা সুন্দরবন টাইগার রিজার্ভের অধীনে থাকা সজনেখালি, বসিরহাট রেঞ্জ ও আশপাশের অঞ্চলেও এই ধরনের ফেন্সিং বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন জানিয়েছেন, সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু হবে এবং শীতকালের আগেই বেশিরভাগ জায়গায় এই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। আশাবাদী সুন্দরবনপ্রেমীরা এই উদ্যোগে আশাবাদী সুন্দরবন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা পরিবেশপ্রেমী এবং গবেষকরা। সুমিত ঘোষ, অপ্রতিম সিনহা, উদ্যালক পাবলো, শেখ শামসুদ্দিন সহ অনেকেই মনে করছেন, স্টিল ফেন্সিং বসলে সুন্দরবনের গ্রামগুলিতে বাঘের লোকালয়ে আসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমবে এবং সাধারণ মানুষ অনেকটা স্বস্তি পাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বাঘের আনাগোনা রুখতে অভিনব উদ্যোগ সুন্দরবনে! জঙ্গল ঘিরতে বসছে স্টিলের ফেন্সিং! কী বলছেন স্থানীয়রা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement