Murshidabad News: মামার বাড়িতে বেড়াতে এসে নিজের মনে খেলছিল সে, তারপর যা হল! মর্মান্তিক পরিণতিতে বাকরুদ্ধ গোটা পরিবার
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
মুর্শিদাবাদের সাগরদিঘীতে মামার বাড়িতে বেড়াতে এসেছিল এক শিশু। কিন্তু, তাঁর যে এমন ভয়াবহ পরিণতি হবে তা ভাবতেও পারেননি পরিবারের লোকেরা।
তন্ময় মন্ডল, সাগরদিঘী: মুর্শিদাবাদের সাগরদিঘীতে মামার বাড়িতে বেড়াতে এসেছিল এক শিশু। কিন্তু, তাঁর যে এমন ভয়াবহ পরিণতি হবে তা ভাবতেও পারেননি পরিবারের লোকেরা। ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল চার বছরের এক ছোট্ট শিশুর। ঘটনাটি ঘটেছে সাগরদিঘী থানার শেখপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম ইসমাইল শেখ (৪)। তার বাড়ি সাগরদিঘি থানার বাহ্মণীগ্রাম এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল ওই ছোট্ট শিশুটি। সে হঠাৎই খেলতে খেলতে সাগরদিঘীর-রতনপুর সড়কের উপর চলে যায়। আর তখনই একটি গাড়ি এসে ওই শিশুটিকে ধাক্কা মেরে চলে যায়। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু ওই চার বছরের শিশুটির। এরপর তার মৃতদেহ উদ্ধার করে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পুলিশ মৃতদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে। এই গোটা ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
advertisement
আরও পড়ুন: ফলতায় গৃহশিক্ষিকার ছেলের কুকীর্তি, উস্তিতে মাঠে ধর্ষ*ণ! ২ টি পৃথক নাবালিকা যৌন নির্যাতন ম
advertisement
জানা গিয়েছে, সবার অলক্ষ্যে রাস্তার উপর উঠে আসার সঙ্গে সঙ্গেই দ্রুতগতিতে একটি গাড়ি হঠাৎই চলে আসে ইসমাইলের সামনে। সেই গাড়ির চাকার নিচে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পর গাড়িচালক দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে সাগরদিঘী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। জানা গিয়েছে, ঘাতক গাড়িটি ও চালক পলাতক। যদিও চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 1:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মামার বাড়িতে বেড়াতে এসে নিজের মনে খেলছিল সে, তারপর যা হল! মর্মান্তিক পরিণতিতে বাকরুদ্ধ গোটা পরিবার