১৫ বছর ধরে খারাপ অ্যাম্বুলেন্স! বাধ্য হয়ে রোগী নিয়ে যেতে হচ্ছে টোটোতে করে
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Ambulance : ১৫ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্স। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্সেরও অবস্থা খারাপ। সাধারণ মানুষ চিকিৎসা করাতে যাচ্ছেন টোটো কিংবা নিজেদের ভাড়া করা গাড়িতে।
নদিয়া: ১৫ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্স। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্সেরও অবস্থা খারাপ। সাধারণ মানুষ চিকিৎসা করাতে যাচ্ছেন টোটো কিংবা নিজেদের ভাড়া করা গাড়িতে। বছরের পর বছর পঞ্চায়েতের মধ্যে জড়াজীর্ণ এবং অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে অ্যাম্বুলেন্স! তবে সুস্থ অবস্থায় ফিরে আসার কথা আছে কিছুদিনের মধ্যেই।
ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েতের। স্থানীয় মানুষদের দাবি জনপ্রতিনিধি হিসেবে নাগরিকদের পরিষেবা দেওয়া পঞ্চায়েতের কর্তব্য সেক্ষেত্রে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্স খারাপ অন্যদিকে পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স সচল হওয়ার কোনও সম্ভাবনাই দেখছেন না তারা। অথচ প্রয়াত বিধায়ক অজয় দে এই পঞ্চায়েতকে তাঁর তহবিল থেকে এই অ্যাম্বুলেন্স দিয়েছিলেন মানুষের পরিষেবার উদ্দেশে।
আরও পড়ুন- লাটসাহেবকে হত্যা করতে ল্যান্ডমাইন বসিয়েছিলেন এই বিপ্লবী, শেষ জীবন কাটে চরম অনটনে
সরকারি সদিচ্ছায় জনগণের ট্যাক্সের টাকার বিধায়ক তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে কেনা অ্যাম্বুলেন্স নষ্ট হচ্ছে পড়ে পড়ে। এখন হয়তো সারালেও তা সচল হতে পারে। কিন্তু এভাবে পড়ে থাকলে আগামীতে অ্যাম্বুলেন্স ভাঙাচোরা লোহার দরে বিক্রি করতে হবে।
advertisement
advertisement
প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক জানাচ্ছেন, অল্প দিনের মধ্যেই বিকল হওয়া তাদের অ্যাম্বুলেন্স আবারও সচল হয়ে ফিরে আসবে। তবে এই সময় ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে রোগীর প্রয়োজনীয়তা অনুযায়ী।
তবে সকলেই চাইছেন, দুটি অ্যাম্বুলেন্স আবার ছোটার মতো জায়গায় আসুক।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 31, 2025 7:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১৫ বছর ধরে খারাপ অ্যাম্বুলেন্স! বাধ্য হয়ে রোগী নিয়ে যেতে হচ্ছে টোটোতে করে