Ghatal Master Plan: ঘাটালবাসীর ভোগান্তি অতীত! মাস্টার প্ল্যানের অংশ হিসেবে শুরু হল গুরুত্বপূর্ণ খাল সংস্কারের কাজ, জলযন্ত্রণা থেকে মিলবে মুক্তি

Last Updated:

Ghatal Master Plan: এই খাল সংস্কারের ফলে এলাকার মানুষের যোগাযোগ মাধ্যম ও কৃষিকাজের উন্নতি হবে। বর্ষাকালে খালের জল উপচে রাস্তা জলমগ্ন হয়ে যাওয়া ও চাষযোগ্য জমি জলে পূর্ণ হয়ে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তি পাবেন এলাকাবাসী।

+
সোলাটোপা

সোলাটোপা খাল সংস্কারের কাজ শুরু

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ ঘাটাল মাস্টার প্ল‍্যান নিয়ে মানুষের উৎসাহ তুঙ্গে। কবে এই প্রকল্প সম্পূর্ণ হবে এবং কবে ‘নতুন ঘাটাল’ হবে, এই নিয়ে সকলের নানা প্রশ্ন। বর্তমানে এই প্ল‍্যান অনুযায়ী একের পর এক কাজ চলছে।এবার এই মাস্টার প্ল‍্যানেরই অন্তর্গত সোলাটোপা খাল সংস্কারের কাজ শুরু হল। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত এই খাল। এটি প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এবং সোনামুই-দিল্লির খালগোড়া থেকে সিতাপুর হয়ে জোতঘনশ্যাম পর্যন্ত বিস্তৃত।
সোলাটোপা খাল সংস্কারের ফলে এলাকার মানুষের যোগাযোগ মাধ্যম ও কৃষিকাজের উন্নতি হবে। বর্ষাকালে খালের জল উপচে রাস্তা জলমগ্ন হয়ে যাওয়া ও চাষযোগ্য জমি জলে পূর্ণ হয়ে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তি পাবেন এলাকাবাসী। এই সংস্কার প্রকল্পটি ঘাটাল মাস্টার প্ল্যানের একটি অংশ। এলাকার সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প মঞ্জুর করেছে। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে সংস্কারের কাজ শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে মেদিনীপুরে বিশেষ অভিযান, বড়সড় সাফল্য পেল দাসপুর থানার পুলিশ! গ্রেফতার ৩
আজ থেকে দাসপুরের সোলাটোপা খাল সংস্কারের কাজ শুরু হল। জানা যাচ্ছে, প্রায় ৩০ বছর এই খাল সংস্কার হয়নি। ফলে  প্রায় তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের যোগাযোগ মাধ্যম ও কৃষিকাজ ভীষণভাবে সমস্যার সম্মুখীন হয়। বর্ষা আসলেই সোলাটোপা খালের জল উপচে রাস্তা জলমগ্ন হয়। সেই সঙ্গেই জলে ভরে যায় চাষযোগ্য জমি। এর ফলে কৃষিক্ষেত্রে বাধার পাশাপাশি প্রায় কয়েক হাজার মানুষকে জলমগ্ন রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয়।
advertisement
advertisement
দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ও সমস্ত রাজনৈতিক দল এই খাল সংস্কার করার দাবি জানাচ্ছিলেন। এবার স্থানীয়দের দাবিকে মান্যতা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের অংশ হিসেবে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ সোলাটোপা খাল সংস্কার মঞ্জুর করেছে পশ্চিমবঙ্গ সরকার। আজ থেকে শুরু হল প্রাথমিক পর্যায়ে সংস্কারের কাজ। এই সংস্কারের ফলে এলাকার মানুষ ভীষণভাবে খুশি এবং উপকৃত হবেন বলে জানান ওই গ্রাম পঞ্চায়েত এলাকার উপপ্রধান শীতল চন্দ্র খাড়া মহাশয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে এক-একটা ধাপে কাজ এগোচ্ছে। কোথাও সংস্করণ, কোথাও আবার নতুন নির্মাণ হচ্ছে। এভাবেই ধীরে ধীরে এগিয়ে চলেছে ঘাটাল মাস্টার প্ল‍্যান। বন‍্যা থেকে চিরতরে ঘাটালবাসীকে মুক্তি দিতে এই প্রকল্প কতখানি কার্যকর হয় এবং এর কাজ কবে শেষ হয় সেটাই এখন দেখার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal Master Plan: ঘাটালবাসীর ভোগান্তি অতীত! মাস্টার প্ল্যানের অংশ হিসেবে শুরু হল গুরুত্বপূর্ণ খাল সংস্কারের কাজ, জলযন্ত্রণা থেকে মিলবে মুক্তি
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement