West Medinipur News: সৃজনশীল শিল্পকলা পরিবেশন পড়ুয়াদের, উদ্যোগী মায়েরা, স্বনির্ভরতার বিশেষ উদ্যোগ
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
পড়ুয়াদের পাশাপাশি মায়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। মূলত মায়েদের মধ্যে সুপ্ত প্রতিভা বিকাশ এবং আগামীতে তাদেরও স্বনির্ভর করার ভাবনায় এই বিশেষ উদ্যোগ প্রতিষ্ঠানের।
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: শিল্প আনে চেতনা। শিল্পের মধ্য দিয়ে পড়াশোনার চাপ এবং মানসিক বিকাশ হয় ছোট ছোট পড়ুয়াদের। ছোট থেকে তাই পড়াশোনার পাশাপাশি গান নাচ ছবি আঁকাতে ভর্তি করেন অভিভাবকেরা। এই ছবি আঁকার মধ্য দিয়ে মানসিক বিকাশ হয় পড়ুয়াদের। শুধু তাই নয়, বর্তমান দিনে ছবি আঁকার পাশাপাশি নতুনভাবে সংযোজিত হয়েছে ক্রাফট বা হাতের কাজ। শুধু মানসিক দৃঢ়তা এবং বিকাশ নয়, বিভিন্ন জিনিস দিয়ে ক্রাফ্ট বানিয়ে স্বনির্ভর হতে পারবে সকলে। ফেলে দেওয়া অবহার্য নানা জিনিস বানিয়ে স্বনির্ভর হতে পারবেন যুবক-যুবতী থেকে বাড়ির মহিলারা। বাচ্চাদের হাতে তৈরি ক্রাফটের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। শুধু ক্ষুদে পড়ুয়ারা নয়, অংশ নেয় তাদের মায়েরা। কাজের পর, তাদের প্রতিভা তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন।
পড়াশোনার পাশাপাশি, ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে সৃজনশীল মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে দিনের ক্রাফট প্রদর্শনের আয়োজন করা হয়। যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন ফেলে দেওয়া কাগজ, আইসক্রিম স্টিক, প্লাস্টিকের চামচ, বাদামের শক্ত খোলা দিয়ে বিভিন্ন নিত্য নতুন সৃজনশীল জিনিস তৈরি করে। শুধু তাই নয়, সকলের সামনে প্রদর্শন করে তারা। শিল্পশ্রী শিক্ষায়তন নামে এই প্রতিষ্ঠানের তরফে প্রায় সাত বছর ধরে এই প্রদর্শনীর আয়োজন করে আসছে।
advertisement
এবারে এই প্রদর্শনীতে, প্রায় পঞ্চাশেরও বেশি প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়। নিজেদের কর্মদক্ষতা এবং সৃজনশীলতার মধ্য দিয়ে কেউ বানিয়েছে কাগজের অ্যাকোরিয়াম, কেউ আবার আইসক্রিম স্টিক, কিংবা অন্যান্য জিনিস দিয়ে বিভিন্ন ধরনের ক্রাফট। পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি এই সৃজনশীল জিনিস তৈরি করে একদিকে যেমন তাদের মানসিক বিকাশ ঘটবে তেমনইআগামীতে এই সৃজনশীলতার মধ্য দিয়ে স্বনির্ভর হতে পারবে তারা। শুধু তাই নয়, এদিনের এই প্রদর্শনীতে অংশ নেয় মায়েরা। বাড়ির অন্যান্য কাজের পর তাদের প্রতিভা অন্বেষণে এই ভাবনা প্রতিষ্ঠানের।
advertisement
advertisement
এদিন বাইরের মায়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। মায়েরা সরার উপর নানান ধরনের ছবি ফুটিয়ে তোলে। মূলত মায়েদের মধ্যে সুপ্ত প্রতিভা বিকাশ এবং আগামীতে তাদেরও স্বনির্ভর করার ভাবনায় এই বিশেষ উদ্যোগ প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানের এই আয়োজনে এবং ছাত্র-ছাত্রীদের পাশাপাশি তাদের মায়েদেরও অংশগ্রহণে খুশি সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 10:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: সৃজনশীল শিল্পকলা পরিবেশন পড়ুয়াদের, উদ্যোগী মায়েরা, স্বনির্ভরতার বিশেষ উদ্যোগ