সোনার দোকানে চুরির পুরনো মামলা, নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোর্টের বিচারক।
#আলিপুরদুয়ার: গ্রেফতারি পরোয়ানা জারি হল কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোর্টের বিচারক। জানা গিয়েছে, ২০০৯ সালের আলিপুরদুয়ারের দুটো সোনার দোকানে চুরির ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
এই মামলা দুটো বারাসাতের এম পি, এমএলএ আদালতে উঠেছিল। কিন্তু সেখান থেকে মামলা আলিপুরদুয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্টে চলে আসে। ১১ নভেম্বর ফাস্ট কোর্টের বিচারক না থাকায় থার্ড কোর্টের বিচারক নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এই নির্দেশ নিয়ে কেন্দ্রীয়মন্ত্রীর আইনজীবী দুলাল ঘোষ চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, তাঁকে অন্ধকারে রেখে এই নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ২০০৯ সালে আলিপুরদুয়ার শহরের বাদল নগর এলাকায় জয়গুরু জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। ওই বছর আলিপুরদুয়ার থানায় অভিযোগ জমা দেন সোনার দোকানের মালিক। এর পর ওই মাসেই আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়াতে পাল জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। ওই বছর ১৩মে চুরির ঘটনারও আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের হয়।
advertisement
advertisement
এই দুটি সোনার দোকানে চুরির ঘটনাতে বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, এই দুই মামলার বিচার প্রক্রিয়া বারাসাতের এমএলএ , এমপি আদালতে গিয়েছিল। কিন্তু হাইকোর্টের অনুমতি ক্রমে এই দুই মামলা ফের আলিপুরদুয়ারের ট্রায়াল কোর্টে চলে আসে। গত ১১ নভেম্বর আলিপুরদুয়ারের আদালত কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
advertisement
নিশীথ প্রামাণিকের আইনজীবী দুলাল ঘোষ বলেন, “১১ নভেম্বর ফার্স্ট কোর্টে আমি বিকেল চারটা পর্যন্ত উপস্থিত ছিলাম। কিন্তু কোনও শুনানি হয় নি। পরে সন্ধ্যা সাতটা নাগাদ থার্ড কোর্টের বিচারক এই নির্দেশ দিয়েছেন বলে শুনেছি। আমার অজ্ঞাতে এই নির্দেশ হয়েছে। আমরা ভবিষ্যতে কী করব, তা পরে জানাব।”
advertisement
রাজকুমার কর্মকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2022 8:22 PM IST