‘‘পঞ্চায়েতে বুথ দখল চলবে না, যে দলেরই হোক’’, অবাধ ভোটের সওয়াল অভিষেকের

Last Updated:

আমাদের পঞ্চায়েত ভণ্ডুল করে ব্যালট বক্স পুকুরে ফেলতে হবে না, বললেন অভিষেক

#কলকাতা: সাংবাদিকদের সামনে নতুন তৃণমূলের অঙ্গীকার নিয়ে স্পষ্ট কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বললেন, নতুন তৃণমূল নামে তিনি কী বলতে চেয়েছেন৷ পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচন নিয়েও দলের অবস্থান আরও স্পষ্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি সাংবাদিদের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘আমি স্বচ্ছ প্রার্থীর পাশাপাশি দক্ষ প্রার্থীর কথা বলছি৷ এমন প্রার্থী যাঁর সাধারণ মানুষের জন্য কাজ করতে পারার ক্ষমতা থাকবে, এলাকায় যাঁর জনপ্রিয়তা রয়েছে, সততার সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করবে এবং সারাবাছর মানুষের সেবায় নিয়োজিত থাকবেন৷’’
এর পরেই প্রশ্ন আসে, পঞ্চায়েত ভোট তা হলে শেষ পর্যন্ত কখন হবে৷ অভিষেক বলেন, ‘‘সেটা তো রাজ্য নির্বাচন কমিশন ঠিক করবে৷ তবে তৃণমূল তৈরি৷ কালকে যদি নির্বাচন হয় তৃণমূল তৈরি৷ আমাদের পঞ্চায়েত ভণ্ডুল করে ব্যালট বক্স পুকুরে ফেলতে হবে না৷ ’’
সম্প্রতি তৃণমূলের মঙ্গলকোটের বিধায়ক প্রকাশ্য সভায় বলেছেন, গতবার যে ভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, এ বারও সেভাবেই হবে৷ সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় অভিষেক বলেছেন, ‘‘হবে না৷ আমি এখানে দাঁড়িয়ে বলছি হবে না৷ যত দম থাকুক, প্রয়োগ করে দেখাক, স্বচ্ছ ও অবাধ নির্বাচন হবে৷ সেই বার্তা মুখ্যমন্ত্রীর তরফ থেকে প্রশাসনকে দেওয়া হয়েছে৷ যদি কোথাও কোনও বিক্ষিপ্ত ঘটনা ঘটেও, তা হলে পুলিশ-প্রশাসন কড়া ব্যবস্থা নেবে৷ যদি কেউ ভাবে যে এলাকায় পঞ্চায়েত দখল করবে, পারবে না, কোনও দল করতে পারবে না৷ কোনও দলের ক্ষমতা নেই৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘আমার জন্মও মাটির বাড়িতে’, আদিবাসী গ্রামের বাসিন্দাদের খোঁজ নিয়ে বললেন মমতা
নতুন তৃণমূল প্রসঙ্গে আরও স্পষ্ট করে অভিষেকের মত, ‘‘আমরা প্রতি পদক্ষেপে চেষ্টা করছি৷ আপনারা দেখেছেন, আমরা কারওর বিরুদ্ধে কোনও অভিযোগের সত্যতা প্রমাণ হলে, কড়া ব্যবস্থা নিচ্ছি৷ যেমন রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যানকে নিয়ে একটি অভিযোগ আমাদের কাছে এসেছিল৷ এ ছাড়া দাঁইহাটের পুরসভার অভিযোগ আসার পর দল ব্যবস্থা নিয়েছে৷ এরকম পঞ্চায়েত স্তরে একাধিক অ্যাকশন আমরা নিয়েছে৷ আমরা ব্লক বা টাউনের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও যাঁদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের নামে যদি কোনও অভিযোগ থাকে, তাঁদেরকে আমরা রাখিনি৷ কার লোক, কত পুরনো, কত নতুন, কত দক্ষ আমরা দেখিনি৷ কে কাজ করতে পারে, উন্নয়ন কী ভাবে সুনিশ্চিত করা যায়, সেটাই আমরা দেখেছি৷ এটাই নতুন তৃণমূল৷’’
advertisement
তিনি এ দিন বলেন, ‘‘নতুন তৃণমূল মানে মানুষকে অগ্রাধিকার দেওয়া৷ নতুন তৃণমূল মানে আমার বয়স খুব অল্প, নতুন দলে এসেছি, মানে আমি নতুন তৃণমূল, এমনটা নয়৷ নতুন, পুরনো মিলিয়ে থাকা তৃণমূল৷ নতুন তৃণমূল মানে সেই দল, যাঁরা সিপিএম নামক জগদ্দল পাথরকে বাংলা থেকে সরিয়েছিল৷ মানুষকে অগ্রাধিকার দিয়ে যে মাঠে ময়দানে লড়বে, সেটাই নতুন তৃণমূল৷ সেই লক্ষ্যেই অবিচল থেকে এগিয়ে যাওয়া৷ শেষ চারমাসের ঘটনা যদি দেখেন, তা হলে দেখবেন, অভিযোগের সত্যতা প্রমাণ হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তৃণমূল দল যদি মহাসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, তা হলে আর কী৷’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘‘পঞ্চায়েতে বুথ দখল চলবে না, যে দলেরই হোক’’, অবাধ ভোটের সওয়াল অভিষেকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement