Arjun Singh: গ্রেফতার করা যাবে না অর্জুনকে! বোমাবাজি কাণ্ডে আদালতের নির্দেশ, আপাতত স্বস্তিতে প্রাক্তন সাংসদ

Last Updated:

বাড়ির সামনে বোমা বাজি সংক্রান্ত মামলায় আপাতত গ্রেফতার করা যাবে না প্রাক্তন সাংসদকে, এমনই নির্দেশ আদালতের।

অর্জুন সিং
অর্জুন সিং
কলকাতা: বোমাবাজি মামলায় সাময়িক স্বস্তিতে অর্জুন সিং। বাড়ির সামনে বোমা বাজি সংক্রান্ত মামলায় আপাতত গ্রেফতার করা যাবে না প্রাক্তন সাংসদকে, এমনই নির্দেশ আদালতের।
অর্জুন সিংয়ের বিরুদ্ধে দায়ের করা রক্ষাকবচ সংক্রান্ত মামলায় স্বস্তি। এই মামলায় বিচারপতি জয় সেনগুপ্তর মৌখিক নির্দেশ,
বৃহস্পতিবার মামলার শুনানির আগে পর্যন্ত বিজেপির প্রাক্তন সাংসদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না, এই বিষয়েই মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে।
advertisement
এই মামলাতেই, গতকাল অর্জুন সিংয়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত। এরপরেই সে বিষয়ে প্রাক্তন সাংসদকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট।
advertisement
প্রসঙ্গত, গত ২৬ মার্চ প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। পুলিশসূত্রে খবর, ওই বাড়ির সামনে মোট সাত রাউন্ড গুলি চালানো হয়। বাড়ির সামনে এই বোমাবাজির ঘটনায় অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এরপরেই গত ২৭ মার্চ জগদ্দল থানার পুলিশ অর্জুনের বাড়ি আসে। এর আগে পুলিশ ডাকলেও তিনি হাজিরা দেননি। তিনি জানিয়েছিলেন, রাজনৈতিক কর্মসূচির জন্য আপাতত তিনি বাইরে আছেন। এরপরেই তিনি রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। সেই মামলাতেই মৌখিক নির্দেশ দেওয়া হয় আদালতের।
advertisement
আরও পড়ুন: বেশি দামে বিক্রি হচ্ছে ব্লাড প্রেশার থেকে শুরু করে ক্যানসারের ওষুধ! কড়া পদক্ষেপ নবান্নের
এই প্রসঙ্গে অর্জুন সিংয়ের আইনজীবী বলেন, “অর্জুনের আইনজীবী দাবি করেছেন, অর্জুন হাজিরা না দেওয়ার কারণে বাড়ি এসে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। ২৬ মার্চের পরেও ২৭ মার্চেও দুপুরে ফের বোমা পড়ার ঘটনা ঘটে ১৮ নম্বর ওয়ার্ডের আট চালা বস্তিতে।”
advertisement
পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলে এর আগে অর্জুন জানিয়েছিলেন, “রুস্তম ঘুমটির দিক থেকে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এলাকার মানুষকে আতঙ্কিত করার জন্য এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমি এতে ভিত নই। পুলিশের এত সিসি ক্যামেরা রয়েছে সেগুলো দেখছে না আমাকে পর পর নোটিশ পাঠাচ্ছে।’
আরও পড়ুন: কলকাতার লাইফলাইন মেট্রোরেলের সব রুটেই যাত্রী ও উপার্জন বেড়েছে রেকর্ড হারে
গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছিলেন, ‘ আমি স্পষ্ট করেছি সিসিটিভি ফুটেজ কোর্টে জমা দিয়ে বলতে হবে যে আমি গুলি চালিয়েছি। মুখের কথাতে হবে না। পুলিশকে বলেছি কালকে পালাবার সময় গুলি চলেছে। সাদ্দাম হুসেন ওখানে পড়েছিলেন। পা ভাঙা ছিল। কী ভাবে হয়েছে জানি না। প্রতিটি বিষয় কোর্টে বলুক পুলিশ। মেঘনা মিলের সামনের ফুটেজ প্রকাশ করুক। আমি যখন পৌঁছেছি তখন পুলিশ ছাড়া কেউ ছিল না।’
advertisement
এরপরেই বুধবার স্বস্তি পেলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। আপাতত তাঁকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। আদালতের নির্দেশে সাময়িক স্বস্তি অর্জুনের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arjun Singh: গ্রেফতার করা যাবে না অর্জুনকে! বোমাবাজি কাণ্ডে আদালতের নির্দেশ, আপাতত স্বস্তিতে প্রাক্তন সাংসদ
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement