Kolkata Metro Railways: ব্লু, পার্পল, অরেঞ্জ, গ্রিন-কলকাতার লাইফলাইন মেট্রোরেলের সব রুটেই যাত্রী ও উপার্জন বেড়েছে রেকর্ড হারে

Last Updated:

Kolkata Metro Railways:মেট্রোর যাত্রী সংখ্যা বৃদ্ধির অর্থ আপাতভাবে মেট্রোর আয় বাড়ছে যাত্রী পরিষেবা দিয়ে৷ মেট্রোকে বলা হয় শহরের লাইফলাইন৷ তথ্য বলছে গত এক বছরে মেট্রোর যাত্রী বেড়েছে

মেট্রোকে বলা হয় শহরের লাইফলাইন
মেট্রোকে বলা হয় শহরের লাইফলাইন
কলকাতা : গোটা কলকাতা শহরে কার্যত জালের মত যোগাযোগ তৈরি করছে কলকাতা মেট্রো। যোগাযোগ বাড়ছে। বাস ছেড়ে মেট্রোতে চড়ছেন সাধারণ যাত্রীরা। যাত্রী সংখ্যা ক্রমশ বাড়ছে। রুটও বাড়ছে মেট্রোতে। আর মেট্রোর যাত্রী সংখ্যা বৃদ্ধির অর্থ আপাতভাবে মেট্রোর আয় বাড়ছে যাত্রী পরিষেবা দিয়ে৷ মেট্রোকে বলা হয় শহরের লাইফলাইন৷ তথ্য বলছে গত এক বছরে মেট্রোর যাত্রী বেড়েছে।
ব্লু লাইন
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে ব্লু লাইনে( দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত) মেট্রোতে ১৮.৯৩ কোটি যাত্রী চেপেছিলেন ২০২৪-২৫ আর্থিক বছরে। ২০২৩-২৪ আর্থিক বছরে এই সংখ্য়াটি ছিল ১৭.৯৪ কোটি। অর্থাৎ ৫.৫১ শতাংশ বেশি।
গ্রিন লাইন ২
২০২৪-২৫ আর্থিক বছরে ১.৩৯ কোটি যাত্রী বহন করেছে। গত বছর মার্চ মাস থেকে এই রুটে গঙ্গার নীচে দিয়ে মেট্রো চলাচল শুরু হয়েছিল।
advertisement
advertisement
গ্রিন লাইন ১
এই রুটে ২০২৪-২৫ আর্থিক বছরে ১.৪১ কোটি যাত্রী বহন করেছে। ২০২৩-২৪ আর্থিক বছরে এই রুটে ১.২২ কোটি যাত্রী বহন করা হয়েছিল। এবার ১৫.৫৭ শতাংশ বেশি হয়েছে।
পার্পল লাইন
এই লাইনে জোকা থেকে মাঝেরহাট রুটে ১.৭৬ লাখ যাত্রী চড়েছেন। ২০২৩-২৪ আর্থিক বছরে এই রুটে ১.৩৪ লাখ যাত্রী বহন করা হয়েছিল। এবার বেড়েছে ৩১.৩৪ শতাংশ।
advertisement
অরেঞ্জ লাইন
অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুটে ৫. ৯২ লাখ যাত্রী চড়েছেন গত আর্থিক বছরে। মেট্রোর তরফে বলা হয়েছে, ২০২৪-২৫ আর্থিক বছরে কলকাতা মেট্রো সব মিলিয়ে ২১.৮১ কোটি যাত্রী বহন করেছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি ২০২৩-২৪ আর্থিক বছরের তুলনায় এই সংখ্যাটা বেশি। গত আর্থিক বছরে মেট্রোতে সব মিলিয়ে ১৯.২৫ কোটি যাত্রী বহন করা হয়েছিল। অর্থাৎ এবার ১৩.৩০ শতাংশ যাত্রী বেশি চেপেছেন মেট্রোতে। প্রসঙ্গত বর্তমানে কলকাতা মেট্রো ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে চলাচল করে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Railways: ব্লু, পার্পল, অরেঞ্জ, গ্রিন-কলকাতার লাইফলাইন মেট্রোরেলের সব রুটেই যাত্রী ও উপার্জন বেড়েছে রেকর্ড হারে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement