Medicine Price: বেশি দামে বিক্রি হচ্ছে ব্লাড প্রেশার থেকে শুরু করে ক্যানসারের ওষুধ! ঠিক কী হচ্ছে? কড়া পদক্ষেপ রাজ্য সরকারের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এরপরেও বেশি দামে ওষুধ বিক্রি হলে করা লাইসেন্স বাতিল করা হবে বলে কড়া হুশিয়ারিও দেওয়া হয়েছে বলে খবর।
কলকাতা: নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ব্লাড প্রেশার, হাঁপানি এমনকি ক্যানসারের ওষুধও৷ এমনই অভিযোগ উঠল রাজ্যের একাধিক ওষুধের দোকানের বিরুদ্ধে৷ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের নির্দেশে করা হল পদক্ষেপ৷ জানা গিয়েছে, গত মার্চ জুড়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করা হচ্ছিল কলকাতার ৬৮টি দোকানে৷ বেশি দামে ওষুধ বিক্রির বিষয়টি খতিয়ে দেখতে গিয়েই এই তথ্য এসেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের হাতে৷
স্বরাষ্ট্র দফতরের নির্দেশে রাজ্যের স্বাস্থ্য দফতর ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকে ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছে। এরপরেও বেশি দামে ওষুধ বিক্রি করা হলে লাইসেন্স বাতিল করা হবে বলে কড়া হুশিয়ারিও দেওয়া হয়েছে ওই দোকানগুলিকে৷ তেমনটাই খবর সূত্রের।
advertisement
advertisement
জানা গিয়েছে, ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে হাঁপানির ওষুধ, প্রেশারের ওষুধ সহ একাধিক ওষুধ বেশি দামে বিক্রির অভিযোগ ছিল। কলকাতার পাশাপাশি জেলায় জেলায়ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি হচ্ছে? অভিযান চালানোর নির্দেশ রাজ্যের। নবান্ন সূত্রের খবর, সেটি দেখার বিষয়েও স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 02, 2025 12:47 PM IST