Patharpratima Blast: বিস্ফোরণে ৪ ফুটফুটে শিশুর মৃত্যু! পাথরপ্রতিমা কাণ্ডে গ্রেফতার বণিক পরিবারের বড় ছেলে, কী ভাবে চলছিল বেআইনি কারবার?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
গ্রামবাসীদের একাংশের অনুমান, ওই বাড়িতে বাজি প্যাকেটে ভরার সময়েই কোনও ভাবে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এক দিন পরেই বাসন্তীপুজো। স্থানীয় বাসিন্দাদের অনুমান, বাসন্তীপুজোর সময়ে বিক্রির জন্য বাজি মজুত করা হচ্ছিল।
দক্ষিণবঙ্গ: পাথরপ্রতিমার ঢোলাহাট বিস্ফোরণ কাণ্ডে এবার বাড়ির বড় ছেলে চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করল পুলিশ৷ আগেই বাজি ব্যবসায়ী পরিবারের দুই সদস্য চন্দ্রকান্ত বণিক এবং তাঁর ভাই তুষারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল ঢোলাহাট থানার পুলিশ। ঘরে বিপজ্জনক বস্তু মজুত রাখা, অনিচ্ছাকৃত খুনের ধারা-সহ মোট ছ’টি ধারায় মামলা রুজু করা হয়েছিল। দমকল আইনেও মামলা রুজু হয়েছিল দুই ভাইয়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, ব্যবসার বেশির ভাগটাই বণিক বাড়ির বড় ছেলে চন্দ্রকান্ত দেখা শোনা করত, তুষার তাঁকে সাহায্য করত৷ এদিন নবান্নে জমা দেওয়া রিপোর্টে জেলাশাসকের তরফে জানানো হয়েছে, ওই পরিবারের বাজি কারখানা চালানোর কোনও লাইসেন্স ছিল না৷
অভিযোগ, পরিবেশবান্ধব আতশবাজির লাইসেন্সেসেই ধোলাহাটের রায়পুরে তৈরি হত নিষিদ্ধ শব্দবাজি৷ গত মঙ্গলবার কারখানা এবং গোডাউনে যে পরিমাণ বাজি উদ্ধার হয়েছে বা বাজির মশলা পাওয়া গিয়েছে এখানে কোথাও পরিবেশ বান্ধব বাজির দেখা মেলেনি বলে সূত্রের খবর। সেখানে দেখা গিয়েছে সেল, গোলা বাজি, জল বোম সহ একাধিক নিষিদ্ধ শব্দবাজি।
advertisement
advertisement
২০২২ সালের পর থেকে পরিবেশ আদালত যে সার্টিফিকেট দিয়েছিল সবুজ বাজি তৈরি করার জন্য তাদেরকে, সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল কোনও শব্দবাজি তৈরি করা যাবে না৷ তারপরেও কী করে এত শব্দবাজি পাওয়া গেল বা বাড়িতে মজুত ছিল? প্রশ্ন সেখানেই৷ সবুজ বাজির নাম করেই যে এই বেআইনি কারবার চলত এই বিষয়টা ইতিমধ্যে সামনে আসছে।
advertisement
পাথরপ্রতিমা ঢোলালাহাটে গত মঙ্গলবারই ফরেন্সিক আধিকারিক নমুনা সংগ্রহ করেছে৷ নমুনা সংগ্রহ করতে গিয়ে তারা দেখে ঘরের মধ্যে প্রচুর পরিমাণে বাজি এবং বাজির মশলা মজুত ছিল৷ পরিবেশ বান্ধব বাজি তৈরির মশলা পাওয়া যায়নি বিস্ফোরণের স্পট থেকে৷ পাশাপাশি, যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল সেই গ্যাস সিলিন্ডার থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে এদিন৷ বাজির মশলা এবং গ্যাস সিলিন্ডার থেকে পাওয়া নমুনা তাঁরা খতিয়ে দেখছেন যে, গ্যাস সিলিন্ডার থেকে নাকি বাজির মশলা থেকে আগুন লেগেছে।
advertisement
গ্রামবাসীদের একাংশের অনুমান, ওই বাড়িতে বাজি প্যাকেটে ভরার সময়েই কোনও ভাবে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এক দিন পরেই বাসন্তীপুজো। স্থানীয় বাসিন্দাদের অনুমান, বাসন্তীপুজোর সময়ে বিক্রির জন্য বাজি মজুত করা হচ্ছিল।
advertisement
গত সোমবার বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে বণিক পরিবারের চার শিশু সহ চার সদস্যের মৃত্যু হয়েছে৷ চার শিশুর মধ্যে ২ জনের বয়স ছিল ১ বছরেরও কম৷ বিস্ফোরণের সময় বাড়ির বড়ছেলে চন্দ্রকান্ত, ভাই তুষার এবং মা বাড়িতে না থাকায় তাঁরা প্রাণে বেঁচে যান৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 02, 2025 11:57 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Patharpratima Blast: বিস্ফোরণে ৪ ফুটফুটে শিশুর মৃত্যু! পাথরপ্রতিমা কাণ্ডে গ্রেফতার বণিক পরিবারের বড় ছেলে, কী ভাবে চলছিল বেআইনি কারবার?