Jadavpur Body Recovery: যাদবপুরে বন্ধ ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতির দেহ, ‘বাবা-মা কে মেরে ঝুলিয়ে দিয়েছে...’, দাদা-বৌদির দিকে আঙুল তুললেন মেয়ে

Last Updated:

বছর ছেষট্টির দুলাল পাল ও বছর আটান্নর রেখা পাল ওই দু’কামরার ফ্ল্যাটেই ছেলে সৌরভ এবং বউমা কল্যাণীর সঙ্গে থাকতেন৷ একটি ঘরে ছেলে বউ থাকতেন, আরেকটি ঘরে তাঁরা

News18
News18
কলকাতা: মঙ্গলবার রাত পৌঁনে ৮টা নাগাদ যাদবপুর থানায় ফোন যায়, মুকুন্দপুর এলাকার একটি ফ্ল্যাটের বৃদ্ধ দম্পতি তাঁদের ফোনের উত্তর দিচ্ছেন না৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে ফ্ল্যাটের কোলাপসিবল গেট বাইরে থেকে বন্ধ৷ তখন স্থানীয়দের উপস্থিতিতে সেই গেট ভাঙে পুলিশ৷ তারপর দরজা ভাঙতেই বীভৎস দৃশ্য! পুলিশ দেখে, ডাইনিং রুমের সিলিং থেকে ঝুলছে বৃদ্ধ দম্পতির দেহ৷ বৃদ্ধের দেহ সাদা কাপড় দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা৷ মহিলার দেহ ঝুলছে একটি শাড়ির ফাঁসে৷ দেহ উদ্ধারের পরেই সেগুলি তড়ঘড়ি পাঠানো হয় এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷
বছর ছেষট্টির দুলাল পাল ও বছর আটান্নর রেখা পাল ওই দু’কামরার ফ্ল্যাটেই ছেলে সৌরভ এবং বউমা কল্যাণীর সঙ্গে থাকতেন৷ একটি ঘরে ছেলে বউ থাকতেন, আরেকটি ঘরে তাঁরা৷ উভয়পক্ষের মধ্যে সম্পর্ক যে ভাল ছিল না, তা প্রতিবেশী তো বটেই দম্পতির মেয়ের বয়ানেও প্রমাণিত হয়েছে৷ দম্পতির মেয়ের দাবি, দাদা বৌদিই বাবা-মা কে খুন করে ঝুলিয়ে দিয়েছে৷
advertisement
আরও পড়ুন: চারটে গাড়ির পর পর ধাক্কা! সাতসকালে সল্টলেকে ফাইভে ভয়ঙ্কর দৃশ্য়, আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে
তবে পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে৷ তবে ঘটনার পর থেকে খোঁজ নেই দম্পতির ছেলে বউয়ের, যা নিয়ে সন্দেহ দানা বাঁধছে৷
advertisement
ছেলে বউয়ের ‘অত্যাচারে’ মর্মান্তিক পরিণতি, না লুকিয়ে রয়েছে অন্য কাহিনি? ফ্ল্যাটেরই একতলার বাসিন্দা জানিয়েছেন, প্রায়ই ছেলে-বউয়ের সঙ্গে অশান্তি হত ওই বৃদ্ধ দম্পতির৷ একসঙ্গে থাকলেও সদ্ভাব ছিল না৷ চিৎকার চেঁচামেচি লেগেই থাকত৷ ঘটনার দিন সকালেও দুই পক্ষের মধ্যে তুমুল ঝগড়া হয়৷
advertisement
আরও পড়ুন: আজ থেকেই হাওয়া বদল দক্ষিণবঙ্গে, কয়েক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস!
ওই দম্পতির মেয়ে দাবি করছেন, তাঁর দাদা এবং বৌদি তাঁর মা-বাবার উপর অত্যাচার চালাতেন। ওঁরাই তাঁদের খুন করে ঝুলিয়ে দিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur Body Recovery: যাদবপুরে বন্ধ ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতির দেহ, ‘বাবা-মা কে মেরে ঝুলিয়ে দিয়েছে...’, দাদা-বৌদির দিকে আঙুল তুললেন মেয়ে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement