Patharpratima Blast: বিস্ফোরণে বলি চার চারটে বাচ্চা! কী ভাবে চলছিল বাজি কারখানা? লাইসেন্স ছিল? নবান্নে জমা পড়ল পাথরপ্রতিমা কাণ্ডের রিপোর্ট
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
গত সোমবার রাতে ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বণিক পরিবারের আট সদস্যের। তাঁদের মধ্যে ছিল দু’জন সদ্যোজাত-সহ চার শিশুও।
দক্ষিণবঙ্গ: পরিবারের চার শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে৷ বলি হয়েছেন আরও ৪ জন৷ একটা আগুন কেড়ে নিয়েছে এক পরিবারের ৮ জনের প্রাণ৷ সেই অগ্নিকাণ্ডের পিছনে দায়ী দে? আইনের চোখে ফাঁকি দিয়ে কতদিন ধরে গৃহস্থ বাড়িতে চলছিল অবৈধ বাজি কারখানা? এবার তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য৷ ঘটনায় পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণের ঘটনায় বণিকবাড়ির বড় ছেলে চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবারই তাঁকে আটক করা হয়েছিল। বুধবার চন্দ্রকান্তকে কাকদ্বীপ আদালতে হাজির করানো হবে বলে জানা গিযেছে। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
গত সোমবার রাতে ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বণিক পরিবারের আট সদস্যের। তাঁদের মধ্যে ছিল দু’জন সদ্যোজাত-সহ চার শিশুও। বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের সময় পরিবারের ১১ জন সদস্যের মধ্যে তিন জন বাড়িতে ছিলেন না। ওই তিন জন বাদে পরিবারের সকলেরই মৃত্যু হয়। ঘটনায় পরিবারের দু’জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
advertisement
advertisement
এবার ঢোলাহাট বাজি বিস্ফোরণ কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য৷ সূত্রের খবর, অবৈধভাবেই চলছিল ওই বাজি কারখানা। ২০২৩ সালে বাজি কারখানার জন্য লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশ কেস থাকায় দেওয়া হয়নি অনুমতি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে লাইসেন্স রিজেক্ট করে দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে। তারপরও কারখানা বন্ধ হয়নি৷ অবৈধ ভাবেই জারি ছিল কাজ কারবার৷
advertisement
বুধবার এই সংক্রান্ত রিপোর্ট জমা পড়ছে নবান্নে। মঙ্গলবারই দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসকের কাছ থেকে ঘটনার রিপোর্ট চাওয়া হয় নবান্নের তরফে।
সোমবার রাতের ওই দুর্ঘটনায় ইতিমধ্যে পদক্ষেপ করেছে পুলিশও! বাজি ব্যবসায়ী পরিবারের দুই সদস্য চন্দ্রকান্ত বণিক এবং তাঁর ভাই তুষারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ঢোলাহাট থানা। ঘরে বিপজ্জনক বস্তু মজুত রাখা, অনিচ্ছাকৃত খুনের ধারা-সহ মোট ছ’টি ধারায় মামলা রুজু করা হয়েছে। দমকল আইনেও মামলা রুজু হয়েছে দুই ভাইয়ের বিরুদ্ধে। দুর্ঘটনার সময়ে চন্দ্রকান্ত, তুষার এবং তাঁদের মা বাড়িতে ছিলেন না। স্থানীয় সূত্রে খবর, দুই ভাই বর্তমানে গ্রামেই রয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Apr 02, 2025 10:59 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Patharpratima Blast: বিস্ফোরণে বলি চার চারটে বাচ্চা! কী ভাবে চলছিল বাজি কারখানা? লাইসেন্স ছিল? নবান্নে জমা পড়ল পাথরপ্রতিমা কাণ্ডের রিপোর্ট








