#ভাঙড়: হাফিজুর মোল্লা খুনে ধৃত আরাবুল ইসলামকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদলত। আদালতের বাইরে নিজেকে নির্দোষ বলে দাবি করেন আরাবুল। ঘটনার সময় তিনি কলকাতায় ছিলেন বলে সাফাই তাঁর।
শুক্রবার বিকেলে ভাঙড়জুড়ে চলে আরাবুল বাহিনীর তাণ্ডবলীলা। গুলিতে খুন হাফিুজুল মোল্লা। এর পরই আরাবুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর। সক্রিয় হয় পুলিশ। উত্তর গাজিপুরে নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় আরাবুলকে।
আরাবুলের বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের করা হয়েছে-
১৪৭ ধারায় সংঘর্ষের অভিযোগ
১৪৮ ধারায় অস্ত্র সহ সংঘর্ষের অভিযোগ
১৪৯ ধারায় অনুগামীদের নিয়ে সংঘর্ষ অভিযোগ
৩২৬ ধারায়ভারী অস্ত্র সহ সংঘর্ষের অভিযোগ
৩০৭ ধারায় খুনের চেষ্টার অভিযোগ
৩০২ ধারায় খুনের অভিযোগ
৩৫৪ ধারায় শ্লীলতাহানির আভিযোগ
৪২৭ ধারায় সম্পত্তি ক্ষয়ক্ষতি
২৫,২৭ ধারায় অস্ত্র আইনে মামলা
৩৪ ধারায় আইপিসি এ্যাক্ট