পুলিশি হেফাজত আরাবুলের, অসুস্থ থাকায় চলবে চিকিৎসা
Last Updated:
জামিন হল না আরাবুল ইসলামের৷ ৮ই জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিলেন বারুইপুর মহকুমা আদালতের বিচারক৷
#দক্ষিণ ২৪পরগনা: জামিন হল না আরাবুল ইসলামের৷ ৮ই জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিলেন বারুইপুর মহকুমা আদালতের বিচারক৷ তবে অসুস্থ থাকায়, আপাতত তাঁর চিকিৎসা চলবে হাসপাতালে৷ আরাবুলকে চিকিৎসার মধ্যে রাখার নির্দেশ আদালতের৷
হাফিজুল মোল্লা হত্যাকাণ্ডে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই গ্রেফতার হন ভাঙড়ের বিতর্কিত নেতা আরাবুল ইসলাম৷ মুখ্যমন্ত্রীর নির্দেশর পরই গ্রেফতার হন এই তৃণমূল নেতা৷ এর আগেও আরাবুলের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক৷ বিচারক জানিয়ে দেন, আরাবুল সুস্থ হয়ে আদালতে হাজির হলে তবেই তার জামিনের আবেদন শোনা হবে৷ সেই মোতাবেক রবিবার সকালে তিনি হাজির হন বারুইপুর মহকুমা আদালতে৷ আজও তার জামিনের আবেদন খারিজ হয়৷
advertisement
advertisement
পঞ্চায়েত নির্বাচনে তিনি উপস্থিত না থাকলেও, তার পরিবারের সকলে পঞ্চায়েতে জিতে যান৷ আজ তার প্রতিক্রিয়ায় আরাবুল জানিয়েছেন, তাদের এই জয় মা-মাটি-মানুষেরই জয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2018 6:18 PM IST