Madhyamik Results 2022 : বীমাকর্মী বাবার সামান্য উপার্জনই ভরসা, মেধাবী অপূর্ব মাধ্যমিকে সপ্তম
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Madhyamik Results 2022 :মজিলপুরের জে এম ট্রেনিং স্কুলের এই ছাত্র ছোট থেকেই মেধাবী ৷
মজিলপুর : বাবা ফাল্গুনী নস্কর পেশায় সামান্য বীমাকর্মী l তাঁর সামান্য উপার্জনের ওপর ভর করেই ছোট থেকেই পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন দেখে আসছে জয়নগর থানা এলাকার বাসিন্দা অপূ্র্ব নস্কর ৷ মজিলপুরের জে এম ট্রেনিং স্কুলের এই ছাত্র ছোট থেকেই মেধাবী ৷
তার বাবা মা দু’জনেই আশাবাদী ছিলেন যে মাধ্যমিকে তাঁদের ছেলে ভাল ফল করবে ৷ শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ এ বারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পরই জানা যায় যে অপূর্ব ভাল ফল তো করেইছে ৷ শুধু তাই নয় ৷ সে একেবারে মেধা তালিকায় প্রথম দশের মধ্যে সপ্তম স্থান অধিকার করে নিয়েছে l স্বাভাবিক কারণেই খুশি নস্কর পরিবার l অপূর্বর মাধ্যমিকের প্রাপ্ত নম্বর হল ৬৮৭ l
advertisement
স্বাভাবিক কারণেই ছেলের পরিশ্রম সার্থকতা পাওয়ায় দারুণ উৎফুল্ল নস্কর দম্পতিl এ দিকে কৃতী ছাত্র অপূর্ব জানিয়েছে সে আগামী দিনে চিকিৎসক হতে চায়৷
advertisement
আরও পড়ুন : ঘরের কাছে আরশিনগর! ছোট্ট বিরতিতে বেড়াতে আসুন মেদিনীপুরে ‘পাণ্ডবদের অজ্ঞাতবাস’-এ
২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন ১১,২৭,৮০০ পরীক্ষার্থী। ১০,৯৮৭৭৫ জন পরীক্ষা দিয়েছেন। ৯,৪৯,৯২৭ জন পাস করেছে। পরীক্ষা বাতিল হয়েছে ১১ জনের। এ বারে পাশের হার ৮৬.৬০ শতাংশ। এ বারেও সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, পাশের হার ৯৭.৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর এবং চতুর্থ স্থানে কলকাতা। কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশ।
advertisement
আরও পড়ুন : ঘূর্ণিত আইসক্রিমে মন মজেছে আট থেকে আশির
এ বারের মেধা তালিকার শীর্ষে রয়েছে ২ জন। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব ঘড়াই এবং বর্ধমান সিএমএস স্কুলের রৌণক মণ্ডল। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯২ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছেন মালদহের কৌষিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌণক মন্ডল। ৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছে পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান।
advertisement
( অর্পণ মন্ডল)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2022 1:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Results 2022 : বীমাকর্মী বাবার সামান্য উপার্জনই ভরসা, মেধাবী অপূর্ব মাধ্যমিকে সপ্তম