নয়া ‘নির্দেশ’-কে কেন্দ্র করে ফের বিতর্কের কেন্দ্রে অনুব্রত মন্ডল
Last Updated:
#বীরভূম: লোকসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি ৷ একের পর এক ইস্যুতে রোজই সংবাদ শিরোনামে উঠে আসছেন অনুব্রত মন্ডল ৷ কখনও ‘পাঁচন দাওয়াই’ তো কখনও ‘সিপিআইএম কর্মীদের চোখ বন্ধ করে দেওয়ার পরামর্শ’ ৷ তবে, এবার এই সমস্ত ইস্যুই অতীত ৷ নয়া ‘নির্দেশ’ নিয়ে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে অনুব্রত মন্ডল ৷
তৃণমূল নেতা দীপক ঘোষ খুনে ধৃত উজ্জ্বল ৷ জেলবন্দি নেতা উজ্জ্বল কাদেরীকেই জামিনে মুক্ত করতে হবে ৷ সরকারি আইনজীবীকে এমনটাই ‘নির্দেশ’ দিলেন অনুব্রত মন্ডল ৷
রবিবার সিউড়িতে তৃণমূলের জেলা কমিটির বৈঠক হয় ৷ সেই বৈঠকেই হাজির ছিলেন সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় ৷ সেখানেই আলোচনা চলাকালিন মলয়বাবুর উদ্দেশে অনুব্রত নির্দেশ দেন, জেলবন্দি নেতা উজ্জ্বল কাদেরীকেই জামিনে মুক্ত করতে হবে ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় ৷ তবে, ভোট ঘোষণার পরেও কীভাবে দলের মঞ্চে হাজির হলেন মলয়বাবু ৷ সেটি নিয়ে উঠছে প্রশ্ন ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2019 3:38 PM IST