Anubrata Mondal: 'নিজেকে' দেখে হেসে ফেললেন অনুব্রত মণ্ডল, তৃণমূল পার্টি অফিসে সাজিদের কারসাজি

Last Updated:

Anubrata Mondal: রবিবার বীরভূমের বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে এসেছিলেন অনুব্রত মণ্ডল। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় সাজিদ খানের।

অনুব্রত মণ্ডলের পাশে সাজিদ খান
অনুব্রত মণ্ডলের পাশে সাজিদ খান
#বোলপুর: এবার অনুব্রত মণ্ডলের পাশে বসেই ডাকাবুকো তৃণমূল নেতাকে নকল করলেন ইউটিউবার। অনুব্রত মণ্ডলের বিভিন্ন বক্তব্যকে মিম করে দেখালেন সাজিদ খান। রবিবার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোলপুরের ছেলে সাজিদ খান দেখা করেন অনুব্রত মণ্ডলের সঙ্গে। সেখানেই অনুব্রত মণ্ডলের মিমিক্রি করে দেখান তিনি। যা দেখে হেসে গড়িয়ে পড়েন জেলা তৃণমূল সভাপতি। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
রবিবার বীরভূমের বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে এসেছিলেন অনুব্রত মণ্ডল। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় সাজিদ খানের। অনুব্রতকে অনুকরণ করে ইতিমধ্য়েই বেশ জনপ্রিয় হয়েছেন ‘মিমিক্রি’ শিল্পী সাজিদ। রবিবার অনুব্রতের পাশে বসেই ফের তাঁকে মিমিক্রি করলেন তিনি। সাজিদের অনুকরণে নিজেকে দেখে বারবার হেসে উঠলেন অনুব্রতও। হাসি চেপে রাখতে পারেননি শাসকদলের বোলপুরের কর্মকর্তারাও।
advertisement
advertisement
২০২১ সালে প্রথম বার অনুব্রতকে অনুকরণ করে ভিডিও করেন অনুব্রত। টিকটক অ্যাপে সেই সময় একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি। প্রচুর জনপ্রিয় হয় তা। এরপর আসতে থাকে একের পর এক ভিডিও। প্রতিটি ভিডিওই জনসমাজে তুমুল জনপ্রিয় হয়। নিপুণ মিমিক্রি করার জন্য অনুব্রত মণ্ডলের থেকে আলাদা করা যায় না সাজিদকে। এরপর রবিবার দেখা হল দুজনের।
advertisement
সাজিদ বলেন, ''তৃণমূল পার্টি অফিসে এসেছিলাম। অনুব্রত মণ্ডলের সঙ্গে ব্যক্তিগত কাজ ছিল। সেখানেই অনুব্রতবাবু বলেন, তিনি আমার ভিডিয়ো দেখেছেন। তিনি ফের একটি ভিডিও করতে অনুরোধ করেন। তাই তাঁর পাশে বসেই একটি ভিডিয়ো করলাম। ইতিমধ্যেই তা ভাইরাল হয়েছে। অনুব্রতবাবুর মতো একজন নেতাকে হাসাতে পেরে ভাল লাগছে।''
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: 'নিজেকে' দেখে হেসে ফেললেন অনুব্রত মণ্ডল, তৃণমূল পার্টি অফিসে সাজিদের কারসাজি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement