Dilip Ghosh: 'তোমাদের বিষয়ে এমন শোনা যাচ্ছে, উত্তর দাও...', বিধ্বস্ত BJP-র অস্বস্তি এড়ালেন দিলীপ ঘোষ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ''এটা কোন কোন্দলের বিষয় নয়। দল জানতে চেয়েছে তোমাদের বিষয়ে, এই শোনা যাচ্ছে, উত্তর দাও। তাঁরা উত্তর দেবেন। এটা দলের ব্যাপার।''
#কলকাতা: BJP-র অন্দরের বিক্ষুব্ধদের নিয়ে পিকনিক করেছেন সাংসদ শান্তনু ঠাকুর। এ নিয়ে ইতিমধ্যে কানাঘুষো শুরু হয়েছে। দলের অন্দরের বিদ্রোহীদের বাগে আনতে কার্যত হিমসিম খেতে হচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্বকে। আপাতত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে দলবিরোধী কাজের অভিযোগে শোকজ করেছে রাজ্য বিজেপি। সেই শোকজ প্রসঙ্গে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ''এটা কোন কোন্দলের বিষয় নয়। দল জানতে চেয়েছে তোমাদের বিষয়ে, এই শোনা যাচ্ছে, উত্তর দাও। তাঁরা উত্তর দেবেন। এটা দলের ব্যাপার।''
শোকজের কথা জানাজানি হওয়ার পরই সটান ঠাকুরবাড়িতে হাজির হন জয়প্রকাশ। তিনি সাংসদ শান্তনু ঠাকুরকেও গোটা বিষয়টি জানিয়ে আলোচনা সেরেছেন। সূত্রের খবর সবরকম পরিস্থিতিতেই জয়প্রকাশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শান্তনু ঠাকুর। দলের গোষ্ঠীকোন্দল নিয়ে যখন বিজেপি জেরবার, তখন তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছেন না দিলীপ বাবু। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ, ''অভিষেক গোয়া যাচ্ছেন যান। যেতেই পারেন। ত্রিপুরাতেও গেছিলেন, কী হল? এখানেও যাবেন, কিন্তু লাভের লাভ হবে না।''
advertisement
advertisement
নেতাজি ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে দিলীপ ঘোষের কটাক্ষ, ''এটা ঠিক যে নরেন্দ্র মোদি ইতিহাস তৈরি করেন। মুখ্যমন্ত্রী ইতিহাস পড়েছেন কিনা জানা নেই। উনি তো কাল বলেছেন আইএনএ নাকি নেতাজি তৈরি করেছেন। তিনি বলেছিলেন রাজ্যে নেতাজি সৌধ বসবে। তাঁর নামে বিশ্ববিদ্যালয় তৈরি হবে। কিন্তু মোদি করে দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী শুধু নেতাজি নিয়ে রাজনীতি করেছেন।''
advertisement
দিলীপ ঘোষের সংযোজন, ''নেতাজি ভক্তি তৃণমূলের পুরোটাই নাটক। যেখানে প্রধানমন্ত্রী কাল সব অনুষ্ঠান সকাল আটটায় করেছেন আর মুখ্যমন্ত্রী বেলা ১২টায়। বিধানসভায় আমাদের দলের সকলে গিয়েছেন নেতাজিকে শ্রদ্ধা জানাতে। সেখানে তো মিডিয়ার প্রচার নেই তাই সেখানে তৃণমূলের কেউ যাননি।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2022 9:36 AM IST