Kalyan Banerjee: 'মমতা করে দেখিয়ে দিয়েছেন', কোন বিষয়ে মোদি-শাহদের নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kalyan Banerjee: কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ''মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করেই কী ভাবে গঙ্গাসাগর আয়োজন করা যায়।''
#কলকাতা: গঙ্গাসাগর মেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ট্যুইটারে তিনি লেখেন, ‘গঙ্গাসাগর মেলা আটকানোর জন্য বিভিন্ন মহল থেকে অনেক চেষ্টা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করেই কী ভাবে গঙ্গাসাগর আয়োজন করা যায়।’
এছাড়া ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে ট্যাগ করে শ্রীরামপুরের সাংসদ লিখেছেন, ‘আমাদের প্রিয় মাননীয়া মুখ্যমন্ত্রী যা করে দেখিয়েছেন, তার জন্য প্রত্যেকেরই কৃতজ্ঞ হওয়া উচিত।'
Several attempts were made from various quarters to forestall the Ganaga Sagar Mela this year. However,our Hon'ble Chief Minister @MamataOfficial has shown to the world that a congregation like Ganga Sagar can be ably facilitated, without letting the COVID spread to rise.(1/2)
— Kalyan Banerjee (@KBanerjee_AITC) January 22, 2022
advertisement
advertisement
চ্যালেঞ্জের মধ্যেও গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) নির্বিঘ্নে শেষ হয়েছে। তাই জেলা প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ বারের গঙ্গাসাগর মেলা নিয়ে নানারকম বিতর্ক শুরু হয় প্রথম থেকেই। মামলার গেরো পেরিয়ে শেষে আদালতের কঠোর নির্দেশে মেলা করার অনুমতি মেলে।
advertisement
কিন্তু কোভিডের তৃতীয় ঢেউয়ের কারণে মেলা নিয়ে দুঃশ্চিন্তায় ছিলেন বিশেষজ্ঞরা। কলকাতা হাই কোর্টও জানিয়ে দেয়, যদি কোথাও দেখা যায় এই মেলার জন্য সংক্রমণ বাড়ছে, তা হলে তার দায় নিতে হবে প্রশাসনকে। এ সবের মধ্যেই সংক্রমণ রোধ করার চ্যালেঞ্জ নিয়ে মেলার আয়োজন করে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। বিপুল হারে পরীক্ষা, টিকাকরণ, নজরদারির মধ্যে সাগর দ্বীপে কার্যত কড়া নজরে পালিত হয় মকর সংক্রান্তি।
advertisement
এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতের আবহ পেরিয়ে কল্যাণের মুখে ফের দলনেত্রীর প্রশংসা। আর এবার সেই প্রশংসার কারণ হয়ে উঠল গঙ্গাসাগর মেলা আয়োজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2022 11:59 AM IST