Anubrata Mondal: বাড়ির দরজায় আটকে দিল পুলিশ, দলেরই মন্ত্রী এবং বিধায়ককে ফিরিয়ে দিলেন অনুব্রত! কারা তাঁরা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Indrajit Ruj
Last Updated:
মন্ত্রী এবং বিধায়ককে পুলিশ আটকাচ্ছে দেখে খানিক অবাক হয়ে যান অনুব্রতর বাড়ির সামনে ভিড় জমানো তৃণমূলের নেতা, কর্মীরাও৷
বোলপুর: বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল৷ আর সেদিনই প্রকট হয়ে গেল বীরভূমে শাসক দলের অন্তর্কলহ? কারণ বাড়ি ফিরেই যে ভাবে দলেরই এক মন্ত্রী এবং বিধায়ককে বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি, তাতে ওই দুই নেতার সঙ্গে অনুব্রতর সমীকরণের প্রশ্নই সামনে আসছে৷
এ দিন সকালে অনুব্রত মণ্ডল বাড়ি ফেরার পরই তাঁর সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী৷ কিন্তু ভিড় ঠেলে দুই নেতা যখন অনুব্রত মণ্ডলের বোলপুরের নিচুপট্টির বাড়িতে ঢুকছেন, তখনই তাঁদের আটকে দেয় পুলিশ৷ মন্ত্রী এবং বিধায়ককে পুলিশ আটকাচ্ছে দেখে খানিক অবাক হয়ে যান অনুব্রতর বাড়ির সামনে ভিড় জমানো তৃণমূলের নেতা, কর্মীরাও৷
advertisement
advertisement
চন্দ্রনাথ সিংহ এবং বিকাশ রায় চৌধুরী যে বাড়ির দরজায় দাঁড়িয়ে, ভিতর থেকে তা দেখতে পান অনুব্রত নিজেও৷ মন্ত্রী এবং বিধায়কের উদ্দেশে ভিতর থেকেই হাত নেড়ে পড়ে আসতে বলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি৷ এর পর অনুব্রতর বাড়ি ছেড়ে ফিরে যান চন্দ্রনাথ এবং বিকাশ৷ বাড়িতে ঢুকতে না পারলেও সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, আমাদের অভিভাবক ফিরে এলেন৷
advertisement
তবে এমন নয়, যে সোমবার অনুব্রত কারও সঙ্গেই দেখা করেননি৷ চন্দ্রনাথ এবং বিকাশ ফিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নলহাটির বিধায়ক রাজেন্দ্র সিংয়ের সঙ্গে দেখা করেন অনুব্রত৷ দেখা করেছেন বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, গগন সরকারের মতো হাতেগোনা কয়েকজন তৃণমূল নেতার সঙ্গে৷
তবে শুধু চন্দ্রনাথ সিনহা অথবা বিকাশ রায় চৌধুরী নন, এ দিন বোলপুরের সাংসদ অসিত মাল, মুরারই, ময়ূরেশ্বর এবং মঙ্গলকোটের বিধায়কদের সঙ্গেও দেখা করেননি অনুব্রত মণ্ডল৷ তাঁদের জানান হয়, অনুব্রত আজ অসুস্থ বোধ করছেন৷ তাই বাড়ির দোতলায় বিশ্রাম করছেন৷ মঙ্গলবার তিনি বাকিদের সঙ্গে দেখা করবেন৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2024 6:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: বাড়ির দরজায় আটকে দিল পুলিশ, দলেরই মন্ত্রী এবং বিধায়ককে ফিরিয়ে দিলেন অনুব্রত! কারা তাঁরা?