Anubrata Mondal: বীরভূমে ফের বড় দায়িত্ব পেলেন অনুব্রত, মমতা ফিরে আসার পরই নতুন পদ? মুখ খুললেন কেষ্ট

Last Updated:

তৃণমূলনেত্রীর বীরভূম সফরের পর পরই ফের নতুন পদ পেলেন অনুব্রতা মণ্ডল৷

অনুব্রত মণ্ডল৷
অনুব্রত মণ্ডল৷
ইন্দ্রজিৎ রুজ, বোলপুর: দলের মধ্যেই ক্রমশ কোণঠাসা হচ্ছিলেন৷ বীরভূমের জেলা সভাপতির পদও হারিয়েছিলেন৷ এমন কি, পুলিশ আধিকারিককে ফোনে কুকথা বলা এবং হুমকি দিয়েও দলীয় নেতৃত্বের রোষে পড়েছিলন অনুব্রত মণ্ডল৷
কিন্তু তৃণমূলনেত্রীর বীরভূম সফরের পর পরই ফের নতুন পদ পেলেন অনুব্রতা মণ্ডল৷ বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বা কনভেনার করা হল অনুব্রত মণ্ডলকে৷
নতুন দায়িত্ব পেয়েই মাঠে নেমে পড়েছেন অনুব্রত৷ আগামী ৩ অগাস্ট বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই জেলা রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
advertisement
আজ অনুব্রত মণ্ডল নিজেই জানিয়েছেন, তাঁকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার করা হয়েছে। তাঁর দাবি, এই সংক্রান্ত নির্দেশ রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এসেছে। সেই সিদ্ধান্তের পরেই তিনি ঘোষণা করেন, ৩ অগাস্ট কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
বীরভূমে দলের সাংগঠনিক ভার কোর কমিটিকে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব৷ যদিও অতীতে কোর কমিটির আর এক সদস্য শেখ কাজলের সঙ্গে অনুব্রতর মতবিরোধ তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল৷ অনুব্রত কোর কমিটির কনভেনার হওয়ার পর বীরভূমে তৃণমূলের অভ্যন্তরীণ বিবাদ ফের মাথাচাড়া দেয় কি না, সেটাই দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: বীরভূমে ফের বড় দায়িত্ব পেলেন অনুব্রত, মমতা ফিরে আসার পরই নতুন পদ? মুখ খুললেন কেষ্ট
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement