Anubrata Mandal: ৫৭০ ভরি সোনা! অনুব্রতর মা কালীর গা-ভর্তি গয়না দেখে চক্ষু চড়কগাছ সিবিআইয়ের
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Anubrata Mandal: এত সোনার গয়না কোথা থেকে এল তা জানতেই বিশেষ তৎপর হয়ে উঠেছে সিবিআই। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মা কালীর ৫৭০ ভরি সোনার গয়নার হদিশ মিলেছে।
#বোলপুর: প্রথমে ছিল ৩৫০ ভরি। গত বছর কালীপুজোর আগে তা বেড়ে হয় ৫৪০ ভরি। এখন সেই সোনার পরিমাণ ৫৭০ ভরি। অনুব্রত মণ্ডলের মা কালীর এই বিপুল অঙ্কের সোনার গয়নার উৎস কী তা জানতে বিশেষ তৎপর হয়ে উঠেছে সিবিআই। এ ব্যাপারে বিস্তারিত তদন্ত শুরু করেছে এই তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই কোথা থেকে এত সোনা কেনা হয়েছিল সে ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে সিবিআই আধিকারিকরা।
অনুব্রত মণ্ডলের মা কালীর অন্যতম বিশেষত্ব তাঁর রাশি রাশি সোনার গয়না। কালী পুজোর আগের দিন সেই সব গয়না একত্রিত করা হয়। এরপর অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে সেই গয়না মা কালীর অঙ্গে এক এক করে পরানো হয়।
advertisement
advertisement
প্রতি বছরের মতো গত বছরও বোলপুরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মুখ্য কার্যালয়ে সেই কালী পুজোর আয়োজন করা হয়েছিল। তার আগের বছর পর্যন্ত সাড়ে তিনশ ভরি গয়না দিয়ে সাজানো হয়েছিল প্রতিমা। গত বছর ৫৪০ ভরি সোনার গয়নায় প্রতিমাকে সাজিয়ে তোলা হয়েছিল। অনুব্রত মণ্ডল নিজ হাতে সে সব দায়িত্ব সামলেছেন। এখন এত সোনার গয়না কোথা থেকে এল তা জানতেই বিশেষ তৎপর হয়ে উঠেছে সিবিআই। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মা কালীর ৫৭০ ভরি সোনার গয়নার হদিশ মিলেছে।
advertisement
গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর থেকেই বোলপুরে বিশেষ অস্থায়ী ক্যাম্প করে তদন্ত চালাচ্ছে সিবিআই। এত বিপুল পরিমাণ সোনা কোথা থেকে কেনা হয়েছিল সে ব্যাপারে ইতিমধ্যেই বিস্তারিত খোঁজ খবর নিয়েছে তারা। জানা গিয়েছে, বিশেষ একটি দোকান থেকেই বেশির ভাগ সোনা কেনা হয়েছিল। সেই সোনার দোকানের মালিকের সঙ্গে কথা বলেছে সিবিআই। এই সোনা ক্যাশ টাকায় কেনা হয়েছিল, নাকি চেক দিয়ে কেনা হয়েছিল বা অন্য কোন পদ্ধতিতে কেনা হয়েছিল কিনা এই সোনা, সেসব কার নামে কেনা হয়েছিল সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহে এখন ব্যস্ত সিবিআই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2022 10:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mandal: ৫৭০ ভরি সোনা! অনুব্রতর মা কালীর গা-ভর্তি গয়না দেখে চক্ষু চড়কগাছ সিবিআইয়ের