তারা মা’কে লাল চোলি পরিয়ে অনুব্রত বললেন, ‘মা বলেছেন ৪২-এ ৪২ হবে’

Last Updated:
#তারাপীঠ: শনিবার থেকে শুরু হয়েছে কৌশিকী অমাবস্যার শুভ যোগ ৷ গতকাল থেকেই তাই তারাপীঠ শক্তি পীঠে শুরু হয়েছে মা তারার বিশেষ পুজো ৷ আজ তাই মা তারার মন্দিরে নিজের হাতে পুজো দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷
এদিন ভোর ৪টেয় পুজো শুরু হয় মন্দিরে ৷ মা’কে স্নান করিয়ে রাজবেশে সাজানো হয় ৷ তারপর শুরু হয় বিশেষ পুজো ৷ আজ মায়ের মহাভোগও হবে স্পেশ্যাল ৷ তাই সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি ৷ সকালে পোলাও, ভাজা, মাছ, বলির মাংস, মিষ্টি-সহ মহাভোগ, বিকেলে শীতল আরতির পর লুচি-সুজি-ফল দিয়ে হবে শীতল ভোগ ৷ আর রাতে নিশিভোগে থাকবে খিচুড়ি-ভাজা আর কারণবারি ৷
advertisement
advertisement
এ বছর টানা ২ দিন খোলা রাখা হয়েছে তারাপীঠের মায়ের মন্দির ৷ গতকাল সারা রাতই খোলা ছিল মন্দিরের দরজা ৷ তবে সে সময় পুজো দিতে দেওয়া হয়নি ভক্তদের ৷ গতকাল অমবস্যা লাগার পর থেকে তারাপীঠ মহাশ্মশানে শুরু হয় মহাযজ্ঞ ৷ দেশের নানা প্রাপ্ত থেকে আসা তন্ত্র সাধকরা তন্ত্র আরাধনায় বসেন ৷
advertisement
আজ তারাপীঠে এসে মায়ের দর্শন করেন অনুব্রত ৷ মা’কে লাল চোলি পরান ৷ অঞ্জলিও দেন ৷ পুজো শেষে সাংবাদিকদের বলেন, ‘‘মা’কে বলেছি ৪২টা করে দাও ৷ মা বলেছেন ৪২-এ ৪২ হবে ৷’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তারা মা’কে লাল চোলি পরিয়ে অনুব্রত বললেন, ‘মা বলেছেন ৪২-এ ৪২ হবে’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement