তারা মা’কে লাল চোলি পরিয়ে অনুব্রত বললেন, ‘মা বলেছেন ৪২-এ ৪২ হবে’

Last Updated:
#তারাপীঠ: শনিবার থেকে শুরু হয়েছে কৌশিকী অমাবস্যার শুভ যোগ ৷ গতকাল থেকেই তাই তারাপীঠ শক্তি পীঠে শুরু হয়েছে মা তারার বিশেষ পুজো ৷ আজ তাই মা তারার মন্দিরে নিজের হাতে পুজো দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷
এদিন ভোর ৪টেয় পুজো শুরু হয় মন্দিরে ৷ মা’কে স্নান করিয়ে রাজবেশে সাজানো হয় ৷ তারপর শুরু হয় বিশেষ পুজো ৷ আজ মায়ের মহাভোগও হবে স্পেশ্যাল ৷ তাই সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি ৷ সকালে পোলাও, ভাজা, মাছ, বলির মাংস, মিষ্টি-সহ মহাভোগ, বিকেলে শীতল আরতির পর লুচি-সুজি-ফল দিয়ে হবে শীতল ভোগ ৷ আর রাতে নিশিভোগে থাকবে খিচুড়ি-ভাজা আর কারণবারি ৷
advertisement
advertisement
এ বছর টানা ২ দিন খোলা রাখা হয়েছে তারাপীঠের মায়ের মন্দির ৷ গতকাল সারা রাতই খোলা ছিল মন্দিরের দরজা ৷ তবে সে সময় পুজো দিতে দেওয়া হয়নি ভক্তদের ৷ গতকাল অমবস্যা লাগার পর থেকে তারাপীঠ মহাশ্মশানে শুরু হয় মহাযজ্ঞ ৷ দেশের নানা প্রাপ্ত থেকে আসা তন্ত্র সাধকরা তন্ত্র আরাধনায় বসেন ৷
advertisement
আজ তারাপীঠে এসে মায়ের দর্শন করেন অনুব্রত ৷ মা’কে লাল চোলি পরান ৷ অঞ্জলিও দেন ৷ পুজো শেষে সাংবাদিকদের বলেন, ‘‘মা’কে বলেছি ৪২টা করে দাও ৷ মা বলেছেন ৪২-এ ৪২ হবে ৷’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তারা মা’কে লাল চোলি পরিয়ে অনুব্রত বললেন, ‘মা বলেছেন ৪২-এ ৪২ হবে’
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement