কৌশিকী অমাবস্যার শুভক্ষণে জেনে নিন কীভাবে কালি পুজো করলে ইচ্ছাপূরণ হবে

Last Updated:
1/7
• এখনও চলছে কৌশিকী অমাবস্যার শুভক্ষণ ৷ গতকাল রাত ১.৫২ মিনিট থেকে রবিবার রাত ১১.৪৪ মিনিট পর্যন্ত থাকবে কৌশিকী অমাবস্যা ৷ আর এই উপলক্ষ্যে তারাপিঠে নেমেছে ভক্তের ঢল ৷ কথিত আছে, মা তারার অপর নাম কৌশিকী। পুরাণ মতে, কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন মা তারা।
• এখনও চলছে কৌশিকী অমাবস্যার শুভক্ষণ ৷ গতকাল রাত ১.৫২ মিনিট থেকে রবিবার রাত ১১.৪৪ মিনিট পর্যন্ত থাকবে কৌশিকী অমাবস্যা ৷ আর এই উপলক্ষ্যে তারাপিঠে নেমেছে ভক্তের ঢল ৷ কথিত আছে, মা তারার অপর নাম কৌশিকী। পুরাণ মতে, কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন মা তারা।
advertisement
2/7
• এই তিথিতেই নাকি তারাপীঠের মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। সেই বিশ্বাসেই কৌশিকী অমাবস্যাতে লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় হয় তারাপীঠে।
• এই তিথিতেই নাকি তারাপীঠের মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। সেই বিশ্বাসেই কৌশিকী অমাবস্যাতে লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় হয় তারাপীঠে।
advertisement
3/7
• মা তারা কালিরই এক রূপ ৷ এই শুভ অমাবস্যা তিথিতে আপনিও বাড়িতে করতে পারেন কালি পুজো ৷ বলা হয়, মা কালী করুণাময়ী, তার কাছে কোনও পক্ষপাতিত্ব নেই। যিনি আকুল হয়ে ডাকবেন, তাঁকে রক্ষা করতে মা বার বার আবির্ভূত হবেন। জেনে নিন কীভাবে কালি পুজো করলে মনষ্কামনা পূর্ণ হয় ৷
• মা তারা কালিরই এক রূপ ৷ এই শুভ অমাবস্যা তিথিতে আপনিও বাড়িতে করতে পারেন কালি পুজো ৷ বলা হয়, মা কালী করুণাময়ী, তার কাছে কোনও পক্ষপাতিত্ব নেই। যিনি আকুল হয়ে ডাকবেন, তাঁকে রক্ষা করতে মা বার বার আবির্ভূত হবেন। জেনে নিন কীভাবে কালি পুজো করলে মনষ্কামনা পূর্ণ হয় ৷
advertisement
4/7
• কালি পূজোর দিন সকাল থেকে সারা রাত একটা ঘিয়ের প্রদীপ ঘরের ঠাকুরের আসনের সামনে জ্বালিয়ে রাখুন, খেয়াল রাখতে হবে সেটা যেন নিভে না যায়। এতে ভাল ফল দেয় ৷
• কালি পূজোর দিন সকাল থেকে সারা রাত একটা ঘিয়ের প্রদীপ ঘরের ঠাকুরের আসনের সামনে জ্বালিয়ে রাখুন, খেয়াল রাখতে হবে সেটা যেন নিভে না যায়। এতে ভাল ফল দেয় ৷
advertisement
5/7
•  মায়ের সামনে কিছুটা আতপ চাল, একটি গোটা নারকেল, ১০৮ টি জবা ফুলের মালা এবং কিছুটা ঘি দিয়ে পুজো দিন ৷
• মায়ের সামনে কিছুটা আতপ চাল, একটি গোটা নারকেল, ১০৮ টি জবা ফুলের মালা এবং কিছুটা ঘি দিয়ে পুজো দিন ৷
advertisement
6/7
• কালি পূজার দিন রাতে বাড়ির ছাদে একটি কালো পাঁচ-মুখী প্রদীপ জ্বেলে রাখুন ৷ সন্ধ্যার পর বট গাছের গোঁড়ায় তিন বার কালো তিল রাখুন। মনের আশা পূর্ণ হবে।
• কালি পূজার দিন রাতে বাড়ির ছাদে একটি কালো পাঁচ-মুখী প্রদীপ জ্বেলে রাখুন ৷ সন্ধ্যার পর বট গাছের গোঁড়ায় তিন বার কালো তিল রাখুন। মনের আশা পূর্ণ হবে।
advertisement
7/7
• সারাদিন পুজোর উপবাস করে পরের দিন ব্রাহ্মণ ভোজন করালে খুব ভাল ফল লাভ হয় ৷ কালি পুজোর দিন কোনও মন্দিরে একটা খাঁড়া দান করা ভাল ৷
• সারাদিন পুজোর উপবাস করে পরের দিন ব্রাহ্মণ ভোজন করালে খুব ভাল ফল লাভ হয় ৷ কালি পুজোর দিন কোনও মন্দিরে একটা খাঁড়া দান করা ভাল ৷
advertisement
advertisement
advertisement