Anubrata Mandal: ফের 'বেডরেস্ট'? সিবিআই তলব হতেই অনুব্রতর বাড়িতে চিকিৎসক! হাজিরা নিয়ে তুমুল জল্পনা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Anubrata Mandal : কী বললেন চিকিৎসক? আগামিকাল কি কলকাতায় আসছেন অনুব্রত? কী বলছেন চিকিৎসক। কতটা সুস্থ অনুব্রত মণ্ডল।
#বোলপুর: একদিকে সিবিআই-তদন্তকারী প্রতিনিধি, অন্যদিকে চিকিৎসক। অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে একযোগে হাজির দুই প্রতিনিধি। কী বললেন চিকিৎসক? আগামিকাল কি কলকাতায় আসছেন অনুব্রত? কী বলছেন চিকিৎসক। কতটা সুস্থ অনুব্রত মণ্ডল।
জানা গিয়েছে অনুব্রত মণ্ডলকে তাঁর চিকিৎসক বলেছেন তাঁর "পাইলসের পরিস্থিতি ভাল না। আরও বেশ কিছু সমস্যা রয়েছে। এখনই যাত্রা করতে বারণ করছেন চিকিৎসকরা। বরং বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। জানা গিয়েছে এদিন অনুব্রতকে দেখতে তাঁর বোলপুরের বাড়িতে আসেন এক মহিলা চিকিৎসক। তবে চিকিৎসকের এই পরামর্শের পরে অনুব্রত মণ্ডল আদৌ কলকাতায় আসেন কিনা সে নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রসঙ্গত, গতকালই এসএসকেএম এর চিকিৎসকেরা জানান পাইলসের তেমন সমস্যা নেই অনুব্রতর।
advertisement
advertisement
প্রসঙ্গত, গরু পাচার মামলায় আগামিকাল বুধবার ফের অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। সকাল ১১ টা'য় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তলবের চিঠি ই-মেল করে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তাঁর বোলপুরের বাড়িতে তলবের চিঠি দিতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। শারীরিক অবস্থা খতিয়ে দেখতে বোলপুরের বাড়িতে যান এক চিকিৎসকও।
advertisement
এ দিকে, গরুপাচার তদন্তে আজ সকাল থেকে জরুরি বৈঠক শুরু হয়েছে নিজাম প্যালেসে। CBI-এর অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছেন। CBI জয়েন্ট ডিরেক্টর বেনুগোপালও বৈঠকে রয়েছেন। এসপি রাজীব মিশ্রও রয়েছেন জরুরি বৈঠকে। আজ মহরম উপলক্ষে ছুটি। তা স্বত্বেও তদন্তের জন্য ছুটির দিনে গরুপাচার মামলা নিয়ে বৈঠকে বসেছেন সিবিআই কর্তারা।
advertisement
এ দিকে, গরুপাচার মামলায় এ বার আসরে নামছে ইডি। আদালতে জমা পড়া সিবিআইইয়ের চার্জশিটের কপি নিয়েছেন ইডি কর্তারা। সোমবারই CBI সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় আদালতে। অনুব্রতর দেহরক্ষী সায়গলের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই। ইডির নজরে সায়গল হোসেন, আব্দুল লতিফ এবং বিকাশ মিশ্রের সম্পত্তি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2022 1:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mandal: ফের 'বেডরেস্ট'? সিবিআই তলব হতেই অনুব্রতর বাড়িতে চিকিৎসক! হাজিরা নিয়ে তুমুল জল্পনা!