রঙে লেখা লড়াই, তুলিতে আঁকা স্বপ্ন... সকল মেয়ের অনুপ্রেরণার নাম অনিতা
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
বর্তমানে অনিতার কাজের পরিধি বেশ বড়। তিনি শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবি, কুর্তি, বাচ্চাদের ফ্রক, ধুতি-পাঞ্জাবি সেট, লেহেঙ্গা, সবেতেই হাতের আঁকা নকশা করেন। এছাড়াও বিয়ের সামগ্রী, মণ্ডপের আলপনা, মেহেন্দি ও ওয়াল পেন্টিং-এর কাজও করেন সমান দক্ষতায়।
খয়রাশোল: বীরভূমের খয়রাশোল ব্লকের বড়রা গ্রামের শিল্পী অনিতা রুইদাস আজ নিজের দক্ষ হাতের তুলি আর রঙ দিয়ে বদলে ফেলেছেন জীবনের রং। কয়েকবছর আগে শুধুই শখের বশে ছবি আঁকা ছিল তাঁর নিত্যদিনের অভ্যাস, আজ সেটাই হয়ে দাঁড়িয়েছে তাঁর রোজগারের রাস্তা, আত্মনির্ভরতার চাবিকাঠি। ছোট থেকেই আঁকার প্রতি ভালবাসা ছিল অনিতার। পড়াশোনার পাশাপাশি যখনই সময় পেতেন, রংতুলি হাতে নিতেন। কিন্তু ২০২০ সালের লকডাউনের সময় তাঁর জীবনের মোড় ঘুরে যায়। তখনই সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে বিভিন্ন হ্যান্ড-পেইন্টেড ডিজাইনের কাজ দেখতে পান তিনি।
সেই প্রথম প্রচেষ্টা ছিল একখানা ব্লাউজে নকশা আঁকা। গ্রামের এক যুবকের অনুরোধে তিনি পরে একটি গেঞ্জিতে ডিজাইন করেন। এরপর সেই কাজের প্রশংসা ছড়িয়ে পড়ে চারিদিকে। দুর্গাপুজোর সময় তিনটি অর্ডার পান, আর সেখান থেকেই শুরু হয় তাঁর সাফল্যের গল্প। আজ অনিতা শুধু নিজের জন্যই নয়, আরও পাঁচজনকে কাজ শেখাচ্ছেন, তাঁদের হাতে তুলে দিচ্ছেন স্বনির্ভরতার চাবিকাঠি। তিনি বলেন, প্রথমে ভাবিনি এতদূর এগোবো। কিন্তু খারাপ সময়টাই আমাকে এগিয়ে যেতে শিখিয়েছে।
advertisement
বর্তমানে অনিতার কাজের পরিধি বেশ বড়। তিনি শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবি, কুর্তি, বাচ্চাদের ফ্রক, ধুতি-পাঞ্জাবি সেট, লেহেঙ্গা, সবেতেই হাতের আঁকা নকশা করেন। এছাড়াও বিয়ের সামগ্রী, মণ্ডপের আলপনা, মেহেন্দি ও ওয়াল পেন্টিং-এর কাজও করেন সমান দক্ষতায়। অনিতার কাজের স্টার্টিং প্রাইস ৭০০ টাকা, যা নকশার ঘনত্ব ও কাপড়ের মান অনুযায়ী বাড়ে। বড়দের পোশাকের দাম ৮০০ টাকা থেকে শুরু হয়ে নকশা অনুযায়ী ২০০০ থেকে ৫০০০ টাকায় পৌঁছায়।
advertisement
advertisement
তিনি বলেন, ‘আমি কাপড়, রং, ডেলিভারি, সবকিছু নিজে করি। তাই একেকটা পাঞ্জাবিতে প্রায় ৫০০-৬০০ টাকার লাভ থাকে। কিন্তু এই কাজের আসল আনন্দ টাকা নয়, মানুষের মুখে ভাল লেগেছে কথাটা।’ অনিতা তাঁর সমস্ত অর্ডার নেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। মানুষজন তাঁর পোস্ট দেখে মেসেঞ্জারে যোগাযোগ করেন, অনলাইন অ্যাডভান্স পেমেন্ট করেন, তারপর তিনি কাজ শুরু করেন। কাজ শেষ হলে তিনি পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি করেন সারাদেশে। আজ বোলপুর-শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে-ও অনিতার তৈরি হাতের নকশা করা পোশাক বিক্রি হচ্ছে। দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে তাঁর সৃজন। সংসারে পূর্ণ সহায়তা না হলেও, অনিতা এখন নিজের সমস্ত খরচ নিজেই চালাতে পারেন। বাবা-মায়ের উপর নির্ভরতা নেই। তাঁর স্বপ্ন, আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছনো।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Oct 09, 2025 4:28 PM IST






