Ancestral Clock: ঘড়ি দেখতে ভিড়, ঘড়ির সঙ্গে সেলফি, বীরভূমের সামাদ আলীর ঘড়ি কেন এই স্পেশ্যাল? জানলে চমকে উঠবেন
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Ancestral Clock:১০০ বছরে একবারও খারাপ হয়নি সামাদ আলীর ঘড়ি
বীরভূম,সৌভিক রায়: আজকের ‘স্মার্ট’ যুগে বাড়িতে আর দাদা-ঠাকুরদার আমলের ঘড়ি দেখতে পাওয়া যায় না! কেউ মোবাইলে সময় দেখেন, কেউ বা স্মার্ট ওয়াচ-এ। তবে বীরভূমের রামপুরহাটের বাসিন্দা সংগ্রহ করে রেখেছেন প্রায় ১০০ বছরেরও বেশি পুরনো একটি ঘড়ি।
বীরভূমের রামপুরহাটের বাসিন্দা সামাদ আলী মাত্র ১৩ বছর বয়সে দাদু হাজী রহমত শেখ-এর কাছ থেকে জন্মদিনের উপহার হিসাবে পেয়েছিলেন এই ঘড়িটি, আজও সযত্নে আগলে রেখেছেন। বাড়ির দেওয়ালে আজও ঝুলছে ঘড়িটি। নিয়ম করে বেজে ওঠে ঘণ্টা। প্রয়োজন নেই কোনও ব্যাটারির। ১ টা বাজলে একটি ঘণ্টা, ২টো বাজলে দুটি ঘণ্টা এমন ভাবেই সময় দেখায় ঘড়িটি। অন্যদিকে ১টা ৩০ বাজলে একটি ঘণ্টা ২টো ৩০ বাজলেও একটি ঘণ্টা বেজে ওঠে।
advertisement
সামাদ আলী বলেন, আজ পর্যন্ত ঘড়িটি একবারও খারাপ হয়নি। ১০০ বছরের পুরনো ঘড়ি দেখতে বাড়িতে ভিড় জমান বহ মানুষ। অনেকেই ঘড়ির সঙ্গে সেলফি তোলেন। সামাদ আলী জানান, দাদু তাকে প্রায়ই নানা ধরনের অ্যান্টিক জিনিস উপহার দিতেন। বর্তমানে সামাদ আলীর বয়স প্রায় ৭৬ এর কাছাকাছি।
advertisement
কী ভাবে চলছে ঘড়িটি? ঘড়ির কোনও ব্যাটারি নেই। একটি চাবির মাধ্যমে ঘড়ির দুই দিকে দম দিতে হয় বেশ কয়েক মিনিট। একবার পুরো দম দিলেই পাক্কা তিন মাস সময় দেখায় ঘড়িটি। যখন ঘড়িটি সময় দেখান বন্ধ করে দেয়, বুঝে নিতে হবে ঘড়ির ফের দম প্রয়োজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
October 15, 2025 2:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ancestral Clock: ঘড়ি দেখতে ভিড়, ঘড়ির সঙ্গে সেলফি, বীরভূমের সামাদ আলীর ঘড়ি কেন এই স্পেশ্যাল? জানলে চমকে উঠবেন