পেটে ভাত নেই, আমফানের ১৫ দিন পরেও খোলা আকাশের নীচেই বাঁচছেন হাজার হাজার দুর্গত
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
হাসনাবাদের বহু গ্রামের ছবিই এমন। ক্ষুব্ধ মানুষের প্রশ্ন, আমরা কি বানের জলে ভেসে এসেছি?
দিন পনেরো আগেই সমস্ত তছনছ করে দিয়ে চলে গিয়েছে। কিন্তু সেই ঝড়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি হাসনাবাদ। নদীর জলে ভাসছে হাসনাবাদের খনি গ্রাম। খোলা আকাশের নীচে থাকতে হচ্ছে অনেককে। মাথায় ছাদ নেই, পেটও খালি। জোয়ার এলেই ডুবে যাচ্ছে সাধারণ মানুষ। সারাদিন মানুষগুলো অপেক্ষা করছেন, কখন ত্রাণ আসবে, কখন কেউ এসে বাঁধ মেরামতের দায়িত্ব নেবে। গ্রামের মানুষ সংবাদমাধ্যমের সামনে কেঁদে ফেলছেন। বলছেন ,সব ভেসে বেড়িয়ে গিয়েছে, সন্তান নিয়ে প্রাণে বেঁচে তাঁবুতে এসেছি, আর কিছুই আনতে পারিনি। শুধু ঘুনিই নয়, হাসনাবাদের বহু গ্রামের ছবিই এমন। ক্ষুব্ধ মানুষের প্রশ্ন, আমরা কি বানের জলে ভেসে এসেছি?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2020 5:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পেটে ভাত নেই, আমফানের ১৫ দিন পরেও খোলা আকাশের নীচেই বাঁচছেন হাজার হাজার দুর্গত