হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পেটে ভাত নেই, আমফানের ১৫ দিন পরেও খোলা আকাশের নীচেই বাঁচছেন হাজার হাজার দুর্গত

পেটে ভাত নেই, আমফানের ১৫ দিন পরেও খোলা আকাশের নীচেই বাঁচছেন হাজার হাজার দুর্গত

হাসনাবাদের বহু গ্রামের ছবিই এমন। ক্ষুব্ধ মানুষের প্রশ্ন, আমরা কি বানের জলে ভেসে এসেছি?

  • Last Updated :
  • Share this:

দিন পনেরো আগেই সমস্ত তছনছ করে দিয়ে চলে গিয়েছে।  কিন্তু সেই ঝড়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি হাসনাবাদ। নদীর জলে ভাসছে হাসনাবাদের খনি গ্রাম। খোলা আকাশের নীচে থাকতে হচ্ছে অনেককে। মাথায় ছাদ নেই, পেটও খালি। জোয়ার এলেই ডুবে যাচ্ছে সাধারণ মানুষ। সারাদিন মানুষগুলো অপেক্ষা করছেন, কখন ত্রাণ আসবে, কখন কেউ এসে বাঁধ মেরামতের দায়িত্ব নেবে। গ্রামের মানুষ সংবাদমাধ্যমের সামনে কেঁদে ফেলছেন। বলছেন ,সব ভেসে বেড়িয়ে গিয়েছে,  সন্তান নিয়ে প্রাণে বেঁচে তাঁবুতে এসেছি, আর কিছুই আনতে পারিনি। শুধু ঘুনিই নয়, হাসনাবাদের বহু গ্রামের ছবিই এমন। ক্ষুব্ধ মানুষের প্রশ্ন, আমরা কি বানের জলে ভেসে এসেছি?

Published by:Arka Deb
First published:

Tags: Amphan, Amphan Cyclone