Latest Bengali News: পুকুরে কী পড়ল, মাঝরাতে ছুটে এল সকলে! মুর্শিদাবাদে যা ঘটল, চক্ষু চড়কগাছ সকলের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Latest Bengali News: যদিও অল্পের জন্য বেঁচে গিয়েছে এক শিশু সহ তিনজন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে যায় হরিহরপাড়া থানার পুলিশ।
#মুর্শিদাবাদ: কলকাতা থেকে বাড়ি ফেরার পথে রোগী সহ একটি অ্যাম্বুল্যান্স পুকুরে পড়ে গেল (Latest Bengali News)! ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রতাপপুর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতাপপুরের মারজোম শেখ তাঁর ছেলেকে কলকাতায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের অ্যাম্বুল্যান্সটি পুকুরে পড়ে যায়। যদিও অল্পের জন্য বেঁচে গিয়েছে এক শিশু সহ তিনজন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে যায় হরিহরপাড়া থানার পুলিশ।
দিন কয়েক আগেই এমন একটি ঘটেছিল বর্ধমানে। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নেমে গিয়েছিল অ্যাম্বুল্যান্স ও যাত্রী সমেত মারুতি ইকো গাড়ি। বর্ধমানের (Burdwan) নবাবহাট এলাকার ১০৮ শিব মন্দিরের সামনে এই ঘটনা ঘটেছিল। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় ইকো গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। এমন কি, অ্যাম্বুল্যান্সে থাকা রোগী সহ যাত্রীদেরও উদ্ধার করে অন্য গাড়িতে করে হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
অ্যাম্বুল্যান্সটির পিছনে থাকা একটি মারুতি ইকো গাড়িও নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে নেমে যায় বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। গাড়ির মধ্যে আটকে পড়েন চার জন যাত্রী। দুর্ঘটনা ঘটতে দেখেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা৷ গাড়ির ভিতরে আটকে থাকা চারজনকে উদ্ধার করে ও অ্যাম্বুল্যান্সে থাকা রোগীকে অন্য গাড়িতে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এবার মুর্শিদাবাদেও ঘটল একই ঘটনা। তবে, এক্ষেত্রে শুধু অ্যাম্বুল্যান্সটিই পুকুরে পড়ে যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 20, 2022 10:32 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Latest Bengali News: পুকুরে কী পড়ল, মাঝরাতে ছুটে এল সকলে! মুর্শিদাবাদে যা ঘটল, চক্ষু চড়কগাছ সকলের