Aliah University: "ও সেরকম ছেলে নয়...", আলিয়া কাণ্ডে 'চক্রান্ত' দেখছেন অভিযুক্ত গিয়াসউদ্দিনের বাবা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Aliah University: গিয়াসউদ্দিনের বাড়ি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর কুলুট গ্রামে। সেখানেই ছেলের গ্রেফতারির পর মুখ খোলেন গিয়াসউদ্দিনের বাবা।
#বর্ধমান: "আমার ছেলে প্রতিবাদী। বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। উত্তেজনার বশে সে হয়তো খারাপ কথা বলেছে, কিন্তু সে উপাচার্যকে খুন করতে গিয়েছে এমনটা আমি বিশ্বাস করি না।" এমনই মন্তব্য করলেন আলিয়া কাণ্ডে অভিযুক্ত গিয়াস উদ্দিনের (Aliah University) বাবা মহম্মদ মন্ডল। গিয়াসউদ্দিনের বাড়ি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর কুলুট গ্রামে। সেখানেই ছেলের গ্রেফতারির পর মুখ খোলেন গিয়াসউদ্দিনের বাবা।
মহব্বত মণ্ডল ছুরিকাঁচি শানের দোকান কুলুট গ্রামে। বড় কষ্টে পড়াশোনা করিয়েছেন দুই ছেলেকে। গিয়াসউদ্দিন (Giasuddin Mandal) কুসুম গ্রামে তৈবা হাইস্কুল থেকে পড়াশোনা করে পরবর্তীকালে মেমারি মামন মিশন স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে। মেধাবী ছাত্র হিসেবেই এলাকায় পরিচিত ছিল সে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র রাজনীতিতে যুক্ত হয় গিয়াসউদ্দিন। সে কথা বাড়িতেও জানিয়েছিল সে।
advertisement
advertisement
গিয়াসউদ্দিনের বাবা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারবারই বলেন, "কোনোদিনই ছাত্র রাজনীতিকে (Aliah University) বড় করে দেখিনি। বর্তমান যে শাসক দল তাদেরকেই সমর্থন করত সে। সারাদিন টিভিতে সব দেখেছি। তা দেখে আমি নিশ্চিত গিয়াসউদ্দিন চক্রান্তের শিকার। কেউ ছবি তুলে তা ভাইরাল করে দিয়েছে। উত্তেজনার বশে সে হয়তো খারাপ কথা বলেছে। কিন্তু উপাচার্যকে খুন করতে গিয়েছিল এ কথা মানতে পারছি না। ও সেরকম ছেলে নয়।"
advertisement
প্রসঙ্গত, আলিয়া কাণ্ডে ক্রমশ বাড়ছে রাজ্য রাজনীতির পারদ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) উপাচার্যের ঘরে ঢুকে তাঁকে হেনস্থার ঘটনায় রবিবারই গ্রেফতার হয় তৃণমূল ছাত্রনেতা গিয়াসুদ্দিন মণ্ডল। এরপরেই প্রকাশ্যে আসা ভাইরাল ভিডিও (Aliah University) নিয়ে সরব হন রাজ্যপাল জগদীপ ধনখড় থেকে শিক্ষক সমাজ। ভাইরাল ভিডিয়োয় উপাচার্য মহম্মদ আলিকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় কটূক্তি করতে শোনা যায় গিয়াসুদ্দিনকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসুদ্দিন মণ্ডলকে গ্রেফতার করে টেকনো থানার পুলিশ। এরপরেই এই নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2022 1:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Aliah University: "ও সেরকম ছেলে নয়...", আলিয়া কাণ্ডে 'চক্রান্ত' দেখছেন অভিযুক্ত গিয়াসউদ্দিনের বাবা

