Aliah University Jagdeep Dhankhar: আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হেনস্থায় গ্রেফতার ছাত্রনেতা, রিপোর্ট নিতে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Aliah University | Jagdeep Dhankhar: আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হেনস্থার এই ঘটনায় তীব্র নিন্দা করে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) উপাচার্যকে গালিগালাজ ও শিক্ষাঙ্গনে প্রায় নজিরবিহীন তাণ্ডব চালানোর অভিযোগে শেষমেশ পুলিশের হাতে গ্রেফতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রাক্তন ইউনিট সভাপতি গিয়াসউদ্দিন মণ্ডল। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে তাঁকে চড় মারার হুমকি দিয়েছিলেন তৃণমূল ছাত্রনেতা গিয়াসুদ্দিন মণ্ডল। অভিযোগ, উপাচার্যের ঘরে রীতিমতো তাণ্ডব করেন গিয়াসুদ্দিন-সহ আরও কয়েকজন যুবক। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শিক্ষামহলে নিন্দার ঝড় ওঠে। এর পর রবিবার অভিযুক্ত ছাত্রনেতাকে গ্রেফতার করে পুলিশ।
আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হেনস্থার এই ঘটনায় তীব্র নিন্দা করে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Aliah University Jagdeep Dhankhar)। রবিবার একটি ট্যুইট করে তিনি জানিয়েছেন, ‘ভাইরাল হওয়ায় ভিডিয়োয় যে উদ্বেগজনক পরিস্থিতি ধরা পড়েছে তার প্রেক্ষিতে মুখ্যসচিবকে আগামিকাল দুপুর ১টার মধ্যে সর্বশেষ পরিস্থিতির তথ্য নিয়ে হাজির হতে বলা হয়েছে।’ ‘এই ধরনের পরিস্থিতিতে যেখানে আইন লঙ্ঘনকারী দুর্বৃত্তরা আইনের ভয় ছাড়াই তাদের পথ চলছে, আইন মান্যকারীদের যা অবশ্যই অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্য’। এই মর্মে উদ্বেগ প্রকাশ করে তাঁর ট্যুইট পোস্টে উপাচার্য হেনস্থার ভিডিয়োটিও শেয়ার করেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Aliah University Jagdeep Dhankhar)।
advertisement
advertisement
Chief Secretary has been called upon to send full update by 1 PM tomorrow on worrisome scenario reflected in video in viral circulation. Such state of affairs where law violator rogue elements have their way with no fear of law is certainly fearful scenario for law abiders. pic.twitter.com/T0xQGTh6x3
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 3, 2022
advertisement
প্রসঙ্গত, গিয়াসউদ্দিনের বিরুদ্ধে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফুর রহমান লিখিত অভিযোগ করেন। এরপরেই গ্রেফতার করা হয় গিয়াসউদ্দিনকে। তার বিরুদ্ধে ৩০৭ ধারায় খুনের চেষ্টা, ১২০B ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, ৩৪ নম্বর ধারায় সংঘটিত অপরাধ, ৩৭৯ ধারা অর্থাৎ চুরি, ৫০৪ নম্বর ধারায় কটুক্তি এবং সেইসঙ্গে ৩৫৩ নম্বর ধারায় সরকারি কর্মীকে হেনস্থা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
advertisement
উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদ ইতিমধ্যেই লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিগ্রহে অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিনকে দু’বছর আগেই বহিষ্কার করা হয়েছিল। বিবৃতিতে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, ‘যে ব্যক্তিকে উপাচার্যের উপর আক্রমণ করতে দেখা গিয়েছে, তাঁকে ২০১৮ সালে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে অনৈতিক কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয়। পরবর্তী পর্যায়ে আলিয়া বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের থেকেও তাকে বহিষ্কার করা হয়েছিল। তখন থেকেই তাঁর সঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কোনও রকম সম্পর্ক নেই।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2022 7:11 PM IST