Imran Khan | Pakistan Politics Update: টালমাটাল পাকিস্তান! ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ হতেই সুপ্রিম কোর্টে বিরোধীরা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Imran Khan | Pakistan Politics Update: ইতিমধ্যেই ইমরান খানের (Imran Khan) পরামর্শে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা করেছেন পাক প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে এই পরিস্থিতিতে বসে নেই বিরোধীরা। পাক সরকারের বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তাঁরা।
নয়াদিল্লি: টানটান নাটকীয় উত্তেজনা পৌঁছল চরমে। পাকিস্তান রাজনৈতিক প্রেক্ষাপট ভরে উঠল একের পর এক ঘটনা নাটকীয় পটবদলে। একদিকে যখন পাকিস্তানের নির্বাচিত সরকারের পতন একরকম নিশ্চিত, ঠিক সেই সময়ই শেষ মুহূর্তে ম্যাচ বাঁচিয়ে নিতে কিছুটা সফল হলেন ১৯৯২ সালের বিশ্বজয়ী পাকিস্তান দলের ক্যাপ্টেন, ইমরান খান (Imran Khan)। পাকিস্তানের সংসদে বিরোধীদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ (Imran Khan | Pakistan Politics Update) করে দিলেন খোদ ডেপুটি স্পিকার।
শুধু তাই নয়, পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ইমরান খানের (Imran Khan) পরামর্শে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা করেছেন পাক প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে এই পরিস্থিতিতে বসে নেই বিরোধীরা (Imran Khan | Pakistan Politics Update)। পাক সরকারের বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তাঁরা। এই বিষয়ে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত নোটিস জারি করেছে সেদেশের শীর্ষ আদালত।
advertisement
advertisement
Pakistan President Arif Alvi dissolves National Assembly on the advice of Prime Minister Imran Khan: Pakistan Media
— ANI (@ANI) April 3, 2022
অনাস্থা প্রস্তাব বাতিল হতেই পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ক্ষোভ উগরে দিয়ে ট্যুইটার পোস্টে জানিয়ে দেন, ”“ইমরান খান পাকিস্তানের সংবিধান লঙ্ঘন করেছেন। আমি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অনুরোধ করছি গোটা বিষয়টি দেখতে এবং স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করতে।”
advertisement
প্রসঙ্গত, রবিবার ইমরানের (Imran Khan) বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। এই অনাস্থা প্রস্তাবকে সংবিধান বহির্ভূত বলেই জানান তিনি। এরপর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, তিনি রাষ্ট্রপতি আলভিকে সংসদ (Imran Khan | Pakistan Politics Update) ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন।উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত মুলতুবি হয়ে গেল পাকিস্তানের সংসদ। পরিস্থিতি যা, দ্রুত নির্বাচনের পথে এগোচ্ছে পাকিস্তান। স্বাভাবিক ভাবেই বিরোধীরা এই নাটকীয় পট পরিবর্তনকে মানতে পারছেন না।
advertisement
এদিন দিনের শুরুতে অবশ্য ইমরান (Imran Khan) খানের গদিছাড়া হওয়া একরকম নিশ্চিত করেই সংসদে প্রবেশ করেন বিরোধী সাংসদেরা। কিন্তু ডেপুটি স্পিকার অনাস্থা প্রস্তাব (Imran Khan | Pakistan Politics Update) খারিজ করে দেওয়ার পরে তাঁরা সংসদেই প্রতিবাদে মুখর হয়ে ওঠেন। তাঁরা অভিযোগ তুলতে থাকেন, ইমরান দেশকে এক সাংবিধানিক সঙ্কটে ফেলে দিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2022 6:16 PM IST