Imran Khan Update: খারিজ অনাস্থা প্রস্তাব! ৯০ দিনের মধ্যে নির্বাচনের জন্য দেশবাসীকে তৈরি হওয়ার বার্তা ইমরান খানের

Last Updated:

Pak PM Imran Khan Govt: পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচন ৯০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে।

#ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan Update) জন্য নাটকীয় দিন রবিবার। শেষ মুহূর্তে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পরে নতুন নির্বাচনের (Pakistan General Election 2022) ডাক দিয়েছেন ইমরান খান (Imran Khan Update)৷ পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচন ৯০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে। ইমরান খানের (Imran Khan Update) সুপারিশের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি সংসদ ভেঙে দিয়েছেন। জাতির উদ্দেশে এক ভাষণে সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করেন পাক প্রধানমন্ত্রী। তার আধঘণ্টা পরই রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত দেন। বিরোধীরা এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে, যার ভিত্তিতে শীর্ষ আদালত একটি বিশেষ বেঞ্চও গঠন করেছে। জাতির উদ্দেশে ওই ভাষণে ইমরান খান (Pakistan Prime Minister Imran Khan) পাকিস্তানের জনগণকে “নির্বাচনের জন্য প্রস্তুত হতে” বলেন। তিনি আরও জানান, এই সরকারকে পতনের যে ষড়যন্ত্র করা হয়েছিল তা ভেস্তে গিয়েছে।
রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর (Imran Khan Update) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার। গতকালই তাঁর সমর্থকদের আস্থা ভোটের আগে রাস্তায় নামতে বলেছিলেন ইমরান খান। পাকিস্তান পিপলস পার্টির (Pakistan People's Party) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি একটি ট্যুইট করে লিখেছেন, “সরকার সংবিধান লঙ্ঘন করেছে। অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার অনুমতি দেয়নি। ঐক্যবদ্ধ বিরোধী দল সংসদ ছেড়ে যাচ্ছে না। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন।”
advertisement
advertisement
ক্রিকেটের ২২ গজ থেকে সোজা রাজনীতির সুড়ঙ্গে ঢুকেছিলেন ইমরান খান (Imran Khan Update)। ১৯৯২ সালে পাকিস্তান প্রথম বিশ্বকাপ জেতে। বিশ্বকাপ জয়ী পাক ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন ইমরান। কিন্তু রাজনীতিতে এসে বারেবারেই টলমল করেছে মসনদ। যদিও কোনওবারই না লড়ে পিছিয়ে আসেননি ইমরান খান। সরকার পতনের আভাস মিলতেই শনিবার ইমরান জানিয়েছিলেন, “আগামিকালের (রবিবার) জন্য আমার একটা পরিকল্পনা রয়েছে, আপনারা এ নিয়ে চিন্তিত হবেন না। আমি সবাইকে দেখিয়ে দেব এবং বিধানভায় তাদের পরাজিত করব।” পদত্যাগ করতেও অস্বীকার করেন পাক প্রধানমন্ত্রী।
advertisement
কিন্তু আজ সকালেই বিধানসভা অধিবেশন এড়িয়ে যান ইমরান (Imran Khan Update)। তাঁকে অপসারণের জন্য পাকিস্তানের বাইরের ‘ষড়যন্ত্রী’র বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের যে আহ্বান জানিয়েছিলেন ইমরান তাতে সাড়া দেন তাঁর সমর্থকরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তানের বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ তুলেছেন ইমরান খান। তাঁর অভিযোগ, বিরোধীরা তাঁকে অপসারণ করার জন্য ওয়াশিংটনের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে। রাশিয়া ও চিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পক্ষ নেবেন না ইমরান খান, তাই তাঁকে সরকার থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী।
advertisement
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (Pakistan Tehreek-e-Insaf party) গত সপ্তাহে ৩৪২ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। গুরুত্বপূর্ণ জোটসঙ্গী দল জানিয়ে দেয় তাদের সাতজন সাংসদ বিরোধীদের হয়ে ভোট দেবেন। ক্ষমতাসীন দলের বারো জনেরও বেশি সাংসদও একই ইঙ্গিত দেন। ইমরান খানের পরাজয়ের জন্য ৩৪২ সদস্যের জাতীয় পরিষদের ১৭২ জন সদস্য প্রয়োজন ছিল বিরোধী দলগুলির এবং ইতিমধ্যেই তারা ১৭৭ সদস্যের সমর্থন দাবি করেছে, যা প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রয়োজনীয় শক্তির চেয়েও বেশি।
advertisement
বিরোধী দলের নেতৃত্বে রয়েছে পাকিস্তান মুসলিম লিগ-এন (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এই দু’টি দলই বিগত কয়েক দশক ধরে জাতীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার করে রেখেছিল। তাদের বিরুদ্ধে জোট গঠন করে, ২০১৮ সালে নয়া পাকিস্তান তৈরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Imran Khan Update: খারিজ অনাস্থা প্রস্তাব! ৯০ দিনের মধ্যে নির্বাচনের জন্য দেশবাসীকে তৈরি হওয়ার বার্তা ইমরান খানের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement