Coronavirus: ফের লাফিয়ে বাড়ছে করোনা! চিনে নয়া রেকর্ড সংক্রমণে, ভয় বাড়াচ্ছে ব্রিটেনও
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Coronavirus : অমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট XE-কে ঘিরে নতুন করে তৈরি হয়েছে আশঙ্কা। নতুন রেকর্ড সংক্রমণ দেখা গিয়েছে চিনে। পিছিয়ে নেই ব্রিটেনও।
একদিকে দেশে করোনা বিধিনিষেধ শিথিল হচ্ছে। ফের ছন্দে ফিরছে জীবন। অন্যদিকে ভয় যাচ্ছে না এখনই। সময়ের সঙ্গে সঙ্গে করোনা (Coronavirus) সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হতে দেশ ছন্দে ফিরলেও প্রতিবেশী চিন এখনও আতঙ্ক বাড়াচ্ছে। বিশ্বের বহু দেশ ফের করোনার বিধিনিষেধ কাটিয়ে উঠলেও চিন (China), দক্ষিণ কোরিয়া, ব্রিটেনের (UK) সাম্প্রতিক পরিস্থিতি ও অমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট XE-কে ঘিরে নতুন করে তৈরি হয়েছে আশঙ্কা। নতুন রেকর্ড সংক্রমণ দেখা গিয়েছে চিনে। পিছিয়ে নেই ব্রিটেনও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এতদিন পর্যন্ত BA.2 স্ট্রেনটিকেই সবচেয়ে সংক্রামক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। যা বিশ্বের বিভিন্ন দেশের জল-হাওয়াকে উপেক্ষা করেই ছড়িয়ে পড়েছে হু হু করে। এর মধ্যে এই স্ট্রেন সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে মার্কিন মুলুকে। তবে এবার নাকি তাকেও ছাপিয়ে যাবে XE ভ্যারিয়েন্টটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কার্যত সবচেয়ে সংক্রামক স্ট্রেন হতে চলেছে XE। তাই এখনই করোনা নিয়ে উদ্বেগ যাচ্ছে না। বরং চিন ও ব্রিটেনের পরিসংখ্যান আবার নতুন করে বাড়াচ্ছে চিন্তা।