Akhil Giri: তাঁর জন্য ক্ষমা চাইতে হল মুখ্যমন্ত্রীকে! কু-মন্তব্য করে লজ্জিত অখিল গিরি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Written by:Sujit Bhoumik
Last Updated:
অখিল গিরির শাস্তির দাবিতে আজই তাঁর বিধানসভা এলাকায় মিছিল ও সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
#রামনগর: তাঁর বেফাঁস মন্তব্যের জন্যই চাপে পড়তে হয়েছে শাসক দলকে৷ অস্বস্তি কাটাতে ক্ষমা চাইতে হয়েছে খোদ মুখ্যমন্ত্রীকে৷ রাষ্ট্রপতিকে উদ্দেশে করা তাঁর কুমন্তব্যের জন্য দলনেত্রীকেই ক্ষমা চাইতে হওয়ায় তিনি লজ্জিত বলে দাবি করলেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী ও রামনগরের বিধায়ক অখিল গিরি৷
কয়েকদিন আগেই নন্দীগ্রামে সভা করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি৷ যে মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে৷ এর পর থেকে কার্যত অন্তরালেই ছিলেন অখিল গিরি৷ শেষ পর্যন্ত বিতর্ক থামাতে অখিল গিরির মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হয় মুখ্যমন্ত্রীকে৷
advertisement
advertisement
অখিল গিরির শাস্তির দাবিতে আজই তাঁর বিধানসভা এলাকায় মিছিল ও সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুভেন্দুর পাল্টা আগামী ২৫ নভেম্বর রামনগরে সভা করবে তৃণমূল৷
রাষ্ট্রপতিকে নিয়ে করা কু-মন্তব্যের সাফাই দিতে গিয়ে শুভেন্দুকেই দায়ী করেছিলেন অখিল গিরি৷ দাবি করেছিলেন, শুভেন্দু অধিকারী ক্রমাগত তাঁকে অশালীন আক্রমণ করার কারণেই প্ররোচিত হয়ে ওই মন্তব্য করে ফেলেন তিনি৷ আজ অবশ্য অখিল গিরি জানিয়েছেন, রামনগরের সভায় শুভেন্দু অধিকারী কী বলেন তা শুনে নিয়ে আগামী ২৫ তারিখের সভা থেকে তার জবাব দেবেন তিনি৷
advertisement
অখিল গিরি বলেন, 'রাগের মাথায় উত্তেজনার বশে রাষ্ট্রপতির উদ্দেশে বাজে কথা বলে ভুল করে ফেলেছি। আমার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়েছে। এটা ভেবেই খুব খারাপ লাগছে। আমি লজ্জিত। '
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2022 3:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Akhil Giri: তাঁর জন্য ক্ষমা চাইতে হল মুখ্যমন্ত্রীকে! কু-মন্তব্য করে লজ্জিত অখিল গিরি