AC Bangaon Local: শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল দাঁড়াল নতুন স্টপেজে! অশোকনগর, দত্তপুকুর, বিরাটিতে দাঁড়াবে কখন? জানুন

Last Updated:

AC Bangaon Local: অশোকনগরে থামল এসি লোকাল, যাত্রীদের উচ্ছ্বাসে ভরল স্টেশন। ঠান্ডা হাওয়াতেই গন্তব্যের পথে রওনা দিলেন যাত্রীরা। আজ সোমবার অশোকনগর স্টেশনে প্রথমবারের জন্য থামল বহু প্রতীক্ষিত এসি লোকাল ট্রেন।

+
এসি

এসি লোকাল ট্রেনে বাড়লো স্টপেজ

অশোকনগর, রুদ্র নারায়ন রায়: অশোকনগরে থামল এসি লোকাল, যাত্রীদের উচ্ছ্বাসে ভরল স্টেশন। ঠান্ডা হাওয়াতেই গন্তব্যের পথে রওনা দিলেন যাত্রীরা। আজ সোমবার অশোকনগর স্টেশনে প্রথমবারের জন্য থামল বহু প্রতীক্ষিত এসি লোকাল ট্রেন। রেলের তরফে স্বল্প সময়ের জন্য হলেও অশোকনগর-সহ বনগাঁ-শিয়ালদহ শাখার একাধিক স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় হয়েছে। সেইমতো সপ্তাহের প্রথমদিনেই সকালে দেখা গেল স্টেশনে যাত্রীদের ভিড়। কলেজ পড়ুয়া থেকে চাকরিজীবী, সকলেই এসি লোকালের অভিজ্ঞতা নিতে ভিড় জমালেন টিকিট কাউন্টারে। অতিরিক্ত ভাড়া দিয়ে হলেও প্রথম এসি লোকালে যাত্রা করার আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
এদিন যাত্রীদের সঙ্গে ট্রেনে ওঠেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী। এসি লোকাল ট্রেন আসার বেশ কিছুটা সময় আগেই তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে তিনি হাজির হন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। বিধায়ক নিজে যাত্রীদের হাতে লাড্ডু তুলে দিয়ে আনন্দ ভাগ করে নেন। শুধু শাসক নয়, বিরোধী বাম শিবিরের নেতারাও সেই মুহূর্তের সাক্ষী থাকতে হাজির ছিলেন স্টেশনে। অ্যানাউন্সমেন্ট শোনার সঙ্গে সঙ্গেই স্টেশনে থাকা যাত্রীদের উত্তেজনা বেড়ে যায় কয়েকগুণ।
advertisement
আরও পড়ুনঃ চিকিৎসক বলেছিলেন ৩ সন্তান রয়েছে কাজলের গর্ভে…! কিন্তু সিজার করতেই চক্ষু চড়কগাছ! এ কী ঘটনা সামনে এল! বিরল কাণ্ড সাতারায়
প্রতিদিনের বনগাঁ লোকালের ট্রেনের দরজার সামনে ভিড়ের চেনা ছবি এদিন এসি লোকাল ট্রেনেও দেখা গেল। তবুও এদিনের অনুভূতিটা যেন ছিল অনেকটাই অন্যরকম। এসি লোকাল ট্রেনের দরজা খুলতেই ঠান্ডা বাতাসের ছোঁয়া পেয়ে যাত্রীরা ঠেলাঠেলি করে উঠে পড়েন ট্রেনে। যেন নৈতিক জয় পেল অশোকনগরের মানুষ। এতদিন ধরে শুধুমাত্র চোখের সামনে দিয়ে ধুলো উড়িয়ে চলে যাওয়া এসি লোকাল অবশেষে থামল তাঁদের স্টেশনে। আপাতত অল্প দিনের জন্য হলেও অশোকনগরবাসীরাও ভোগ করতে পারবেন এসি লোকালের সুবিধা। পরবর্তীতে রেলের তরফ থেকে বিবেচনা করে স্থায়ী ভাবে স্টপেজ দেওয়ার চিন্তাভাবনা করা হবে বলেও জানানো হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুবাইতে ভারতীয় ১০০ টাকার মূল্য কত? দুবাই থেকে ১০০ দিরহাম ভারতে নিয়ে এল কত টাকা হাতে পাবেন? জেনে নিন হিসাব
শিয়ালদহ-বনগাঁ শাখায় এসি লোকালের এই স্টপেজ ঘিরে দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি রাজনৈতিক টানাপোড়েন চললেও শেষমেশ জয় হল সাধারণ যাত্রীদেরই। প্রথম দিনেই এসি লোকালের কামরাগুলি ভরে উঠল যাত্রীদের ভিড়ে। রেল সূত্রের দাবি, যাত্রী সংখ্যা দেখে বোঝাই যাচ্ছে, বনগাঁ শাখায় এসি লোকাল ট্রেন চালু করা অনেকাংশেই সফল উদ্যোগ।
advertisement
Rudra Narayan Roy 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
AC Bangaon Local: শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল দাঁড়াল নতুন স্টপেজে! অশোকনগর, দত্তপুকুর, বিরাটিতে দাঁড়াবে কখন? জানুন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement