দিওয়ালির আগেই ধামাকা! লক্ষাধিক টাকার বেআইনি শব্দবাজি উদ্ধার, অবৈধ কারবারিদের ঘুম উড়িয়ে বড় বার্তা পুলিশের
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Illegal Firecrackers: গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে এগরা থানার পুলিশ। উদ্ধার করা হয় আনুমানিক সাত লক্ষ টাকার প্রায় পাঁচ কুইন্টাল অবৈধ শব্দবাজি। দুই বাজি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এগরা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতিঃ দীপাবলি-কালীপুজোয় শুধুমাত্র সবুজ বাজি ব্যবহারের নির্দেশ আগেই দিয়েছে প্রশাসন। তবুও অনেক জায়গায় লুকিয়ে-চুরিয়ে বেআইনিভাবে বাজি পাচার, মজুত ও বিক্রি চলছে বলে অভিযোগ। দীপাবলির আগে সেই বেআইনি বাজি আটক করতে পুলিশের অভিযানও অব্যাহত। বুধবার রাতে বেআইনিভাবে ওড়িশা সীমান্ত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করল পুলিশ।
সূত্রের খবর, একটি ইঞ্জিন ভ্যান করে ওড়িশা সীমান্ত পেরিয়ে বিপুল পরিমাণ অবৈধ শব্দবাজি এগরায় আনা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে এগরা থানার পুলিশ। উদ্ধার করা হয় আনুমানিক সাত লক্ষ টাকার প্রায় পাঁচ কুইন্টাল শব্দবাজি। সেই সঙ্গে ইঞ্জিন ভ্যানটিও আটক করে পুলিশ। এই ঘটনায় দুই বাজি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন মুক্তেশ্বর পাত্র (৪৮) ও তপন খাটুয়া (৪১)। দু’জনেই পূর্ব মেদিনীপুর জেলার এগরার উত্তর তাজপুর এলাকার বাসিন্দা বলে খবর।
advertisement
আরও পড়ুনঃ দুর্যোগের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ! ফের বৃষ্টি না রোদ ঝলমলে আকাশ, কেমন থাকবে আবহাওয়া? রইল লেটেস্ট আপডেট
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপাবলি-কালীপুজো ও ছটপুজোর আগে এই সমস্ত শব্দবাজির চাহিদা বেড়ে যায়। সেই সুযোগে বেআইনি বাজির ব্যবসা করে মোটা অঙ্কের লাভের আশায় ছিলেন অভিযুক্তেরা। ওড়িশা থেকে বিপুল শব্দবাজি নিয়ে এসে স্থানীয় বাজারে বিক্রির পরিকল্পনা করেছিলেন তাঁরা। তবে গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয় এগরা থানার পুলিশ।
advertisement
advertisement
এগরা থানার আইসি জানান, “দীপাবলির আগে লাগাতার এই অভিযান চলবে। বেআইনি বাজি কারবারের বিরুদ্ধে পুলিশ আরও কড়া পদক্ষেপ নেবে।” অভিযুক্ত দুই বাজি ব্যবসায়ীকে বৃহস্পতিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশের এই সফল অভিযানের পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। প্রশাসনের কড়া নজরদারিতে উৎসবের সময় যাতে কোনও দুর্ঘটনা বা শব্দদূষণ না ঘটে, সেই আশাই এখন সকলের। দীপাবলিতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা করছেন এগরাবাসী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
October 09, 2025 10:16 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিওয়ালির আগেই ধামাকা! লক্ষাধিক টাকার বেআইনি শব্দবাজি উদ্ধার, অবৈধ কারবারিদের ঘুম উড়িয়ে বড় বার্তা পুলিশের