North Bengal Weather Forecast: দুর্যোগের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ! ফের বৃষ্টি না রোদ ঝলমলে আকাশ, কেমন থাকবে আবহাওয়া? রইল লেটেস্ট আপডেট
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Sneha Paul
Last Updated:
North Bengal Weather Forecast: উৎসবের মরশুমে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছিল উত্তরবঙ্গ। আজ কেমন উত্তরের বিভিন্ন জেলার আবহাওয়া? একনজরে দেখে নিন।
advertisement
শিলিগুড়িতে রাতভর বৃষ্টি হলেও সকাল থেকে আকাশ পরিষ্কার। হালকা মেঘ রয়েছে। তাপমাত্রা ২৭ ডিগ্রি। জলপাইগুড়ি ও ডুয়ার্সেও পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.০২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ডূয়ার্সের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
শিলিগুড়ি, জলপাইগুড়ি, ডুয়ার্সে পরিষ্কার আকাশ থাকলেও দার্জিলিংয়ের আকাশে মেঘের আনাগোনা রয়েছে। সেই সঙ্গেই আছে কুয়াশা। তবে মেঘের ফাঁক থেকেই উঁকি দিচ্ছে হালকা রোদ। তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়েও দেখা যাচ্ছে একই ছবি। সেখানেও মেঘলা আকাশ। তার আড়ালে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
advertisement






