Nadia News: সৌরশক্তি ব্যবহারে কৃষকদের সহায়তায় দেশ-বিদেশের কৃষি বিশেষজ্ঞরা, নদিয়ায় হল প্রশিক্ষণ

Last Updated:

কৃষিকার্যে অন্যান্য জ্বালানি এবং পুরোনো রীতিনীতিকে আধুনিক পর্যায়ে সোলার সিস্টেম অথবা সৌরশক্তিতে কিভাবে রূপান্তরিত করা যায় সেই সমস্ত বিষয় কৃষকদের অবগত করা হল এক প্রশিক্ষণে।

কৃষকদের সহায়তায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রকল্প রুপায়ানে আলোচনা
কৃষকদের সহায়তায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রকল্প রুপায়ানে আলোচনা
হাঁসখালি: নদিয়া জেলা মূলত কৃষি প্রধান দেশ। এখানকার অধিকাংশ মানুষ চাষাবাদ এর সঙ্গেই যুক্ত রয়েছেন। তবে কৃষিকার্যে মূলত বেশিরভাগই ব্যবহৃত হয় সেই পুরোনো প্রথা অনুযায়ী নিঃশেষিত জ্বালানি। অর্থাৎ কৃষিকার্যে ব্যবহৃত সেই সমস্ত জ্বালানি কিংবা সম্পদ যা কোনও না কোনদিন নিঃশেষিত হয়ে যাবে। তবে আমাদের পৃথিবীতেই রয়েছে অফুরন্ত জ্বালানির ভান্ডার যা কখনও বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই কিংবা তার থেকে পরিবেশ দূষণ হওয়ারও সম্ভাবনা নেই বললেই চলে। আর সেই সমস্ত প্রশিক্ষণ দিতেই নদিয়া জেলার প্রায় ৫০ জন কৃষকদের নিয়ে আয়োজন করা হল একটি শিবিরের। যেখানে সোলার পাওয়ার অর্থাৎ সৌরশক্তি কিভাবেকৃষি কাজে ব্যবহার করে তাতে উন্নতি সাধন করা যায় তারই প্রশিক্ষণ দিল সুইচ অন ফাউন্ডেশন নামে একটি সংস্থা।
নদিয়ার হাঁসখালি বেতাইয়ের কুটিরপাড়া এলাকায় প্রায় ১০ বছর আগে একটি অফিস গঠন করে সুইচ অন ফাউন্ডেশন নামে একটি সংস্থা। তাদের মূল লক্ষ্য হল, কৃষিকার্যে অন্যান্য জ্বালানি এবং পুরোনো রীতিনীতিকে আধুনিক পর্যায়ে সোলার সিস্টেম অথবা সৌরশক্তিতে কিভাবে রূপান্তরিত করা যায় সেই সমস্ত বিষয় কৃষকদের অবগত করা এবং তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া। কেন্দ্র ও রাজ্য সরকারের এই বিষয়ে যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেই সম্পর্কেও কৃষকদের সম্যক ধারণা দেওয়া তাদের উদ্দেশ্য বলেই জানান তারা। সেই কারণেই দুদিন ধরে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন তারা যেখানে তাদের মাধ্যমে দেশ বিদেশে বেশ কিছু বিনিয়োগকারী সংস্থা আসেন। এবং সেই সম্পর্কে আলোচনা শিবিরের আয়োজন করা হয়।
advertisement
advertisement
এই সমস্ত সুযোগ-সুবিধা পেতে কৃষকদের কী করনীয়, তার মূল্য কত, সরকারি কোনও সুযোগ-সুবিধা রয়েছে কিনা, কিভাবে তারা সেই সুযোগ সুবিধা পাবেন সেই সম্পর্কে সম্যক ধারণা তাদেরকে দেওয়াই এই সংস্থার মূল উদ্দেশবলে জানা যায়। তাদের এই শিবিরে জাতীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু বিনিয়োগকারী সংস্থা অংশগ্রহণ করেন। সুইচ অন ফাউন্ডেশন দশ বছর ধরে এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে কৃষক বন্ধুদের পাশে রয়েছেন বলেই জানান অবস্থার কর্মকর্তা অঙ্কিতা চৌধুরী।
advertisement
গত দুদিন ধরে এই সংস্থা তাদের এই শিবিরের আয়োজন করেন। তারা এই তারা এই শিবিরের আয়োজন করেন হুগলি জেলায় এবং শেষের দিন নদিয়া জেলার বেশ কিছু কৃষক এবং শিক্ষার্থীদের নিয়ে এই শিবিরের আয়োজন করেন। ক্লিন এনার্জি অথবা সোলার এনার্জি নিয়ে কিভাবে কৃষিকার্যে সেটিকে ব্যবহার করে আর্থিক মুনাফা লাভ সম্ভব তারই একটি সম্যক ধারণা এ দিন দেওয়া হয় অসংখ্য কৃষকদের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আর তার ফলেই ভবিষ্যতে কৃষিকার্যে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষকেরা বেশি মুনাফা অর্জন করতে পারবেন মনে করছেন সংস্থার কর্মকর্তারা।
Mainak Debnath
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: সৌরশক্তি ব্যবহারে কৃষকদের সহায়তায় দেশ-বিদেশের কৃষি বিশেষজ্ঞরা, নদিয়ায় হল প্রশিক্ষণ
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement