Nadia News: বিক্ষিপ্ত বৃষ্টিতে শীতের ডালিয়া, চন্দ্রমল্লিকার ব্যাপক ক্ষতির সম্ভাবনা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৬ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে গভীর সমুদ্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং অধিকাংশ জায়গায় ঘণ্টায় ৩০-৬০ কিমি বেগে ও কিছু জায়গায় ঘণ্টায় ৭০-৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে
নদিয়া: সকাল থেকেই আকাশের মুখ ভার। বিক্ষিপ্তভাবে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। হাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু’দিন আবহাওয়া এমনই থাকবে। এর ফলে শীতকালীন অনাজ সহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মরশুমী ফুল গাছ। ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার পরও উত্তর বঙ্গোপসাগরের আবহাওয়া খারাপ হতে পারে বলে আবহাওয়া দফতরের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এবার ভারতীয় দল কাঁপাবে বাংলার এই মেয়ে
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৬ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে গভীর সমুদ্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং অধিকাংশ জায়গায় ঘণ্টায় ৩০-৬০ কিমি বেগে ও কিছু জায়গায় ঘণ্টায় ৭০-৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবিদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গভীর সমুদ্র থেকে উপকূলের কাছাকাছি চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শুরু হয়েছে। বুধবার প্রায় সারাদিন এমন আবহাওয়া থাকবে। এর ফলে স্বাভাবিক শীত ব্যাহত হচ্ছে, তাই হালকা শীতের সোয়েটার কিংবা চাদরের পাশাপাশি ঝিরিঝিরি বৃষ্টির হাত থেকে রেহাই পেতে বর্ষাতি কিংবা ছাতারও প্রয়োজন হচ্ছে। শীতকালীন বিট, গাজর, আলু, পেঁয়াজ, রসুন, মুলো এই ধরনের মাটির নিচের ফসলে পচন ধরার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে বাঁধাকপি, ফুলকপি, বিনস, মটরশুঁটি, সিম, পালংয়ে পর্যাপ্ত সূর্যালোকের অভাবে বাসা বাঁধতে পারে নানান রকম রোগ। সম্মেলনের সবজি চাষের পক্ষে সময়টা বেশ কঠিন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এই আবহাওয়ায় মরসুমি ফুলের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। গাঁদা, পমপম, ডালিয়া, চন্দ্রমল্লিকা , জারবেরা, অ্যান্টেনিয়াম, ইনকাগাদা এই ধরনের ফুল চাষ কিংবা বাড়ির টবে অথবা অথবা ফুল মেলার উদ্দেশ্যে প্রস্তুত করা গাছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যার ফলে স্বাভাবিকভাবে যে ফুল চাষ হয় তা বিভিন্ন ধরনের মূল্যবান কীটনাশক এবং সার দিয়ে রক্ষা করতে হচ্ছে। এটা আবার অভিজ্ঞদের ছাড়া করা সম্ভব নয়, এমনই জানাচ্ছেন বিভিন্ন নার্সারির মালিকরা।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2023 7:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বিক্ষিপ্ত বৃষ্টিতে শীতের ডালিয়া, চন্দ্রমল্লিকার ব্যাপক ক্ষতির সম্ভাবনা