Music Therapy: হাসপাতালে বাজছে রবি ঠাকুরের গান! মিউজিক থেরাপিতেই সুস্থ হবে রোগী!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Music Therapy: গান শুনিয়েই সুস্থ করা হবে রোগীদের! রবি ঠাকুরের গান হাসি ফোটাচ্ছে রোগীদের মুখে!
রানাঘাট: সুরের মূর্ছনায় সারবে রোগ! জেলার মধ্যে প্রথম রানাঘাট মহকুমা হাসপাতালে এবার বসেছে মিউজিক সিস্টেম। সুরের মূর্ছনায় মুক্তি মিলবে রোগভোগের যন্ত্রণা থেকে। হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি ধন্বন্তরীর কাজ করবে সঙ্গীত। মিউজিক সিস্টেম বসানোর নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্য দফতর। জেলার মধ্যে প্রথম রানাঘাট মহকুমা হাসপাতালে এবার বসেছে মিউজিক সিস্টেম।
রোগীদের মন ভাল করবে রবি ঠাকুরের গান। রানাঘাট মহকুমা হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে লো ডেসিবেলে বাজছে গান। পুরুষ ও মহিলা বিভাগে সাউন্ড সিস্টেম ওয়ার্ডগুলোতে প্রতিদিন সকাল ও সন্ধে বাজানো হচ্ছে রবীন্দ্রসংগীত। তবে হাসপাতালের করিডোর এবং সামনের অংশে ইতিমধ্যেই স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারের পাশাপাশি রবীন্দ্র সঙ্গীত বাজানো চলছে ।
advertisement
advertisement
রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী বলেন, ‘প্রথমে পরীক্ষামূলকভাবে দুদিন হাসপাতালের ভেতরে রবীন্দ্র সঙ্গীত চালানো হয়েছিল। শারীরিক কষ্টের মধ্যেও অনেক রোগীর মুখে পছন্দের গান গুনগুন করতে শোনা গিয়েছে। রবি ঠাকুরের জীবনমুখী গান তাঁদের মুখে হাসি ফিরিয়েছে।’ রানাঘাট মহাকুমা হাসপাতালের এই তৎপরতা প্রশংসনীয়। চিকিৎসকদের অনেকেই বলছেন, মানুষের যাবতীয় আবেগের কেন্দ্রস্থল মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামক অংশ। পছন্দের গান কিংবা সুর সেখানে উদ্দীপনা তৈরি করে। সে কারণেই বাইরের বহু দেশে ইতিমধ্যেই ‘মিউজিক থেরাপি’ রীতিমতো সাফল্য পেয়েছে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 7:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Music Therapy: হাসপাতালে বাজছে রবি ঠাকুরের গান! মিউজিক থেরাপিতেই সুস্থ হবে রোগী!