ট্রেকিংয়ে গিয়ে 'রহস্যমৃত্যু' আগরপাড়ার কাস্টমস অফিসারের, তদন্ত চায় পরিবার

Last Updated:

ঘটনায় আগরপাড়া চার নম্বর মহাজাতিনগরে নেমে এসেছে শোকের ছায়া। তদন্তের দাবি জানিয়েছে পরিবার।

ট্রেকিং এ গিয়ে মৃত্যু
ট্রেকিং এ গিয়ে মৃত্যু
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ট্রেকিংয়ে গিয়ে রহস্যজনক মৃত্যু আগরপাড়ার কাস্টমস অফিসারের। ঘটনায় আগরপাড়া চার নম্বর মহাজাতিনগরে নেমে এসেছে শোকের ছায়া। তদন্তের দাবি জানিয়েছে পরিবার।
সূত্রের খবর, সেখানকার বাসিন্দা পেশায় কাস্টমস অফিসার সুমন দেবনাথ গত শুক্রবার বাড়ি থেকে বেরিয়েছিলেন সিকিমের গোয়েচালা  ট্রেকিংয়ের উদ্দেশে। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই বন্ধু। বহু বছর ধরে বিভিন্ন পাহাড়ি এলাকায় ট্রেকিং এর অভিজ্ঞতা থাকলেও এবারই যে এমন কাণ্ড ঘটবে তা যেন কেউ ভাবতেই পারেনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতেই পরিবারের সঙ্গে শেষবার কথা হয় সুমন দেবনাথের। কিন্তু এদিন সকালেই সিকিম পুলিশের তরফে আগরপাড়ার বাড়িতে ফোন করে জানানো হয় তার মৃত্যুসংবাদ। কী কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাটি নিয়ে রহস্য তৈরি হয়েছে। হঠাৎ এই দুঃসংবাদে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। বাড়িতে রয়েছেন স্ত্রী, বৃদ্ধ বাবা-মা এবং সাড়ে তিন বছরের সন্তান। একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে গোটা পরিবার।
advertisement
advertisement
প্রতিবেশীরা জানান, প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে নিয়মিত ট্রেকিং করতেন সুমন দেবনাথ। এবারের গন্তব্য ছিল সিকিমের গোয়েচালা এলাকা। কিন্তু আর বাড়ি ফেরা হল না তার। পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই সিকিমের উদ্দেশে রওনা দিয়েছেন। ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। হঠাৎ এই মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ট্রেকিংয়ে গিয়ে 'রহস্যমৃত্যু' আগরপাড়ার কাস্টমস অফিসারের, তদন্ত চায় পরিবার
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement