West Medinipur News: ভারী বৃষ্টিতে ফের বন্যা পরিস্থিতি ঘাটালে, দুর্যোগের পর দুর্ভোগ

Last Updated:

মাত্র ক'দিনের ব্যবধান, ঘাটালে ফের বন্যা পরিস্থিতি। রাস্তার উপর দিয়ে চলছে নৌকো। একের পর এক দুর্যোগ ঘাটাল মহকুমায়।

+
প্লাবিত

প্লাবিত ঘাটাল

পশ্চিম মেদিনীপুর: দিন কয়েক আগে প্রবল বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে হড়পা বানে বিভিন্ন নদীর দুর্বল বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল ঘাটাল মহকুমার একাধিক জায়গা। বেশ কয়েকদিন ধরে জলমগ্ন ছিল বিভিন্ন ওয়ার্ড থেকে পঞ্চায়েত এলাকা। তবে পরিস্থিতির সামান্য উন্নতি হলে জল নামতে শুরু করলেও আবারও দুর্যোগ। বেশ কয়েকদিনের ভারী বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠে শিলাবতী, ঝুমি সহ একাধিক নদী। স্বাভাবিকভাবে নতুন করে বন্যা প্লাবিত ঘাটালের একাধিক জায়গা। ঘরবাড়ি প্লাবনের পাশাপাশি প্লাবিত হয়েছে রাজ্য সড়ক। স্বাভাবিকভাবে ফের সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
মাত্র কয়েক সপ্তাহের ব্যবধান সামান্য পরিস্থিতির উন্নতি হলেও ফের জলমগ্ন একাধিক এলাকা। ইতিমধ্যে প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল, বাড়ছে উদ্বেগ।ফের স্বাভাবিক জনজীবনে সমস্যা ঘাটালে। বন্যা যেন পিছু ছাড়ছে না সাধারণের। ইতিমধ্যেই ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের আড়গোড়া চাতাল এলাকায় রাজ্য সড়ক প্লাবিত। জল পেরিয়ে চলছে যাতায়াত। শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ এলাকা। জলে ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি।
advertisement
advertisement
ফের রাস্তার উপর দিয়ে গাড়ি, বাইক নয় চলছে নৌকো। ইতিমধ্যে বিভিন্ন নদী প্লাবিত। কয়েকদিনের ভারী বৃষ্টিতে জল বেড়েছে নদী গুলোতে।বইছে স্রোত।জলের স্রোতে বিঘার পর বিঘে কৃষি জমি প্লাবিত হয়েছে। বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। রাস্তা দিয়ে গাড়ি নয়, যাতায়াত হচ্ছে নৌকা ও ডিঙ্গি করে। ইতিমধ্যে বাড়ি ঘর, দোকান বাজারের মধ্যে দিয়েও বইছে স্রোত। কিছু জায়গায় জলমগ্ন।
advertisement
দিন কয়েক আগে বন্যা পরিস্থিতি, এর বন্যা পরিস্থিতিতে নাজেহাল সাধারণ মানুষ। জল পেরিয়ে যাতায়াত করতে করতে এদিক ওদিক। সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছে মহকুমা প্রশাসন থেকে জেলা প্রশাসন। বন্যার জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানভাসি এলাকার মানুষজনের।
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ভারী বৃষ্টিতে ফের বন্যা পরিস্থিতি ঘাটালে, দুর্যোগের পর দুর্ভোগ
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement