Murshidabad News: ট্রাক্টর উল্টে জখম সাত বছরের শিশুকন্যা! ক্ষোভ বাসিন্দাদের
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
বেহাল রাস্তার জেরে মুর্শিদাবাদে ফরাক্কার অন্তর্গত কেন্দুয়া গ্রামে ট্রাক্টর উল্টে চাপা পড়ল এক সাত বছরের শিশুকন্যা। প্রাণে বাঁচলেও ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার অন্তর্গত কেন্দুয়া গ্রামে।
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: বেহাল রাস্তার জেরে মুর্শিদাবাদে ফরাক্কার অন্তর্গত কেন্দুয়া গ্রামে ট্রাক্টর উল্টে চাপা পড়ল এক সাত বছরের শিশুকন্যা। প্রাণে বাঁচলেও ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার অন্তর্গত কেন্দুয়া গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় দীর্ঘ বহু দিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে রাস্তা। জেলা পরিষদ তত্বাবধানে থাকা এই রাস্তা। ঝাড়খন্ড থেকে পাথর বোঝায় লরি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সারা বছর রাস্তা মেরামতির জন্য জেলা পরিষদ একটি টোল বসিয়ে টাকা তোলে। বেসরকারি সংস্থা জেলা পরিষদ থেকে টেন্ডার নিয়ে এই টোল আদায় করে। ট্রাক্টর প্রতি ১৪০ ও মালবাহী গাড়ি প্রতি যাতায়াতের জন্য ৬০০ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু তার পরেও রাস্তার বেহাল দশা।
advertisement
advertisement
আর এই রাস্তা দিয়ে দিনে রাতে চলে বহু ভারি মালবাহী গাড়ি। আর এই বেহাল রাস্তার জেরে এক ৭ বছরের শিশু কন্যার উপরে উল্টিয়ে যায় ট্রাক্টর। স্থানীয় বাসিন্দাদের তৎপরটাই কোনও রকমে উদ্ধার করে বেনিয়াগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রাণে বাঁচে শিশু কন্যা।
advertisement
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, দ্রুত রাস্তা সারাই করতে হবে, যতক্ষণ না রাস্তা মেরামতি করা হবে ততক্ষণ রাস্তা অবরোধ থাকবে বলে দাবি গ্রামবাসীর। যদিও এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি টোল কতৃপক্ষ। অন্যদিকে আহত শিশু কন্যা চিকিৎসাধীন আছেন ফরাক্কা ব্লক বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 5:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ট্রাক্টর উল্টে জখম সাত বছরের শিশুকন্যা! ক্ষোভ বাসিন্দাদের