Digha News: মুখ্যমন্ত্রীর নির্দেশমতো কাজ! দিঘার উপকূল রক্ষায় লাগানো হচ্ছে 'প্রাকৃতিক রক্ষাকবচ'
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Mangrove Plantation: রাজ্যের মুখ্যমন্ত্রী দিঘা নিয়ে বারবার চিন্তাভাবনা করেছেন। কখনও রূপ-সৌন্দর্য ফুটিয়ে তুলতে, কখনও আবার দিঘাকে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ
দিঘা, সৈকত শীঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিঘার উপকূল রক্ষায় বড় পদক্ষেপ। শুরু হয়ে গেল ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তোলার কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী দিঘা নিয়ে বারবার চিন্তাভাবনা করেছেন। কখনও রূপ-সৌন্দর্য ফুটিয়ে তুলতে, কখনও আবার দিঘাকে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। এবার দিঘা সহ আশেপাশের উপকূল রক্ষায় বড় পদক্ষেপ।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বন দফতর দিঘায় ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরির কাজ শুরু করেছে। পূর্ব মেদিনীপুর জেলা বন দফতর ১০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তোলার কাজ শুরু করল। শুক্রবার থেকে শুরু হয়েছে এই কাজ।
আরও পড়ুনঃ কোন খাবার উপকারী, কোনটা ক্ষতিকর? ভাল খাবার-মন্দ খাবার চেনাতে বিশেষ আয়োজন, হাড়োয়ায় অভিনব উদ্যোগ
ম্যানগ্রোভ বনাঞ্চল উপকূলবর্তী এলাকার ‘প্রাকৃতিক রক্ষাকবচ’। বিভিন্ন ঝড়ঝাপটা বা সামুদ্রিক জলোচ্ছ্বাসকে রোধ করতে পারে ম্যানগ্রোভ। এছাড়া এগুলি উপকূলের মাটি দূষণ ও জল দূষণ রোধে সাহায্য করে। এর পাশাপাশি উপকূলের জীববৈচিত্র্যকেও বাঁচিয়ে রাখে। যার অন্যতম উদাহরণ সুন্দরবন।
advertisement
advertisement
এদিকে পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকা হলেও এই এলাকার সমুদ্র উপকূলে স্বাভাবিক ম্যানগ্রোভ বনাঞ্চল খুব বেশি নেই। বিশেষ করে দিঘা সহ পার্শ্ববর্তী এলাকায় ম্যানগ্রোভ বনাঞ্চল তেমন নেই। তাই এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে দিঘায় ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরির কাজ শুরু হয়েছে।
এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার ডিএফও অর্ণব সেনগুপ্ত জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে দিঘা ও তৎসংলগ্ন সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক রক্ষাকবচ হিসাবে ম্যানগ্রোভ ও ভেটিভার ঘাস লাগানোর কাজ শুরু হয়েছে। আগে যে জায়গাগুলিতে ম্যানগ্রোভ লাগানো হয়েছিল সেগুলি কোনও কারণে নষ্ট হয়ে গিয়েছে। সেই জায়গায় নতুন করে ম্যানগ্রোভ চারা রোপন করা হয়েছে। প্রাথমিকভাবে দিঘা সংলগ্ন এলাকায় দশ হেক্টর জায়গা বেছে নেওয়া হয়েছে। যেখানে ধাপে ধাপে ৪০-৫০ হাজার ম্যানগ্রোভ লাগানো হবে। আগামীদিনে দিঘা ও সংলগ্ন এলাকায় স্বাভাবিক ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তুলতে প্রয়াস জারি থাকবে’।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, ইয়াস ঘূর্ণিঝড়ের সময় উপকূল ছাপিয়ে লোকালয়ে তীব্র জলোচ্ছ্বাস আছড়ে পড়েছিল। বিশেষজ্ঞদের ধারণা, পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলে ম্যানগ্রোভ বনাঞ্চল থাকলে এই জলোচ্ছ্বাস অনেকটাই আটকানো যেত। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র অঞ্চলে বাইসন, গোলপাতা জাতীয় ম্যানগ্রোভ চারা রোপন করা চলছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমুদ্র উপকূলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক বিপর্যয় রক্ষা করতে ম্যানগ্রোভ প্লান্টেশনের কাজ আগামী দিনেও চলবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 7:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha News: মুখ্যমন্ত্রীর নির্দেশমতো কাজ! দিঘার উপকূল রক্ষায় লাগানো হচ্ছে 'প্রাকৃতিক রক্ষাকবচ'