East Bardhaman News: বৃষ্টিধারায় মাঠের মাঝে পেখম তুলে নাচছে ময়ূরের দল! দূরে নয়, ঘরের কাছেই দেখতে হলে চলে আসুন এখানে

Last Updated:

ঝাঁকে ঝাঁকে ময়ূর ও ময়ূরীর দেখা মেলে। প্রতিনিয়ত সেখানকার জঙ্গলে ময়ূরের সংখ্যা বাড়ছে। আদুরিয়া বিটের অন্তর্গত বিভিন্ন গ্রামে দল বেঁধে ঘুরে বেড়ায় প্রায় ৩০ থেকে ৪০টি ময়ূরের ঝাঁক। 

 ঝাঁকে ঝাঁকে ময়ূর ও ময়ূরীর দেখা মেলে। প্রতিনিয়ত সেখানকার জঙ্গলে ময়ূরের সংখ্যা বাড়ছে। আদুরিয়া বিটের অন্তর্গত বিভিন্ন গ্রামে দল বেঁধে ঘুরে বেড়ায় প্রায় ৩০ থেকে ৪০টি ময়ূরের ঝাঁক। 
ঝাঁকে ঝাঁকে ময়ূর ও ময়ূরীর দেখা মেলে। প্রতিনিয়ত সেখানকার জঙ্গলে ময়ূরের সংখ্যা বাড়ছে। আদুরিয়া বিটের অন্তর্গত বিভিন্ন গ্রামে দল বেঁধে ঘুরে বেড়ায় প্রায় ৩০ থেকে ৪০টি ময়ূরের ঝাঁক। 
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের মাঠে এ যেন অবাক দর্শন, দেখা মিলল ময়ূরের। কেতুগ্রামে দেখা গেল একটি ময়ূর। কিছুদিন ধরে কেতুগ্রাম-দুই নম্বর ব্লকের ভ্রমরকোল গ্রামের কাছাকাছি এলাকায় চড়ে বেড়াতে দেখা গিয়েছে একটি ময়ূরকে। কখনও গাছের ডালে, কখনও আবার গ্রামের মাঠের আলে বসে থাকতে দেখা গিয়েছে জাতীয় পাখিটিকে। দৃশ্য দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। এই সুন্দর মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেছেন কেতুগ্রাম-দুই নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ আশীষ কুমার সিংহ।
তিনি জানান, ভুলকুড়ি থেকে কোপা যাওয়ার রাস্তায় ভ্রমরকোল গ্রামের কাছে ময়ূরটি চোখে পড়ে। সঙ্গে সঙ্গে বনদফতরকেও খবর দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের আউশগ্রামের আদুরিয়া অঞ্চলে ঝাঁকে ঝাঁকে ময়ূর ও ময়ূরীর দেখা মেলে। প্রতিনিয়ত সেখানকার জঙ্গলে ময়ূরের সংখ্যা বাড়ছে। আদুরিয়া বিটের অন্তর্গত বিভিন্ন গ্রামে দল বেঁধে ঘুরে বেড়ায় প্রায় ৩০ থেকে ৪০টি ময়ূরের ঝাঁক।
advertisement
advertisement
গত কয়েক বছরে বহু ময়ূরির ডিম পাড়ার ঘটনাও ঘটেছে, যেগুলি দেখতে অনেকটা রাজহাঁসের ডিমের মত। গত বছর মঙ্গলকোটের নতুনহাটেও ময়ূরের দেখা মিলেছিল বলে জানান স্থানীয়রা। এবার সেই তালিকায় নাম জুড়ল কেতুগ্রামের। পরিবেশপ্রেমীদের মতে, কেতুগ্রামের নির্জনতা, ঘন সবুজ এবং বাসযোগ্য পরিবেশই হয়ত এই ময়ূরকে আকৃষ্ট করেছে।
advertisement
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আউশগ্রামের আদুরিয়ার দিক থেকেই ময়ূরটি এসেছে। স্থানীয়দের মতে, কেতুগ্রামের কয়েকটি অঞ্চলে এমনিতেই ময়ূর বসবাসের উপযুক্ত পরিবেশ রয়েছে। ময়ূরের উপস্থিতি প্রকৃতির ভারসাম্য এবং জীববৈচিত্র্যের পক্ষে অত্যন্ত ইতিবাচক বলেই মনে করছেন পরিবেশবিদেরা।
বনোয়ারীলাল চৌধুরী 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বৃষ্টিধারায় মাঠের মাঝে পেখম তুলে নাচছে ময়ূরের দল! দূরে নয়, ঘরের কাছেই দেখতে হলে চলে আসুন এখানে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement