Adhir Choudhury: রাহুলের মিছিলে এখনও পর্যন্ত বারবার বাধা পেতে হয়েছে রাজ্যে, বললেন অধীর চৌধুরী
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
Adhir Choudhury: তিনি আরও বলেন, সেই রাহুল গান্ধি, ভারতবর্ষে পার্লামেন্টে বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য যাঁকে সদস্যপথ হারাতে হয়েছিল৷ স
বহরমপুর: ভারত জোড়ো যাত্রা থেকে শুরু করে তৃণমূলের সঙ্গে সম্পর্ক, কংগ্রেসের অবস্থান, বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে এ সমস্ত বিষয় নিয়ে মুখ খুললেন অধীর চৌধুরী৷ বললেন, ‘রাহুল গান্ধির যাত্রার প্রথম দিন থেকে বকশিরহাট থেকে এখনও পর্যন্ত প্রশাসনিক সহযোগিতা আমরা পাচ্ছি না। আমরা এটা আশা করিনি যে পশ্চিমবঙ্গে রাহুল গান্ধিকে এখানে অসহযোগিতার মধ্যে পড়তে হবে৷ বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, মানুষ সব সময় অতিথি, যাঁরা তাঁদের প্রতি সহৃদয়তা ও আন্তরিকতা প্রকাশ করে থাকেন, আমাদের সংস্কৃতি বলে ‘অতিথি দেব ভব’। সেই মানুষের আদর্শের সঙ্গে কোনও বিরোধ থাকতে পারে, কিন্তু তোমার ঘরে এলে অতিথেয়তায় ত্রুটি না রাখাই বাঙালির সংস্কৃতি৷
তিনি আরও বলেন, সেই রাহুল গান্ধি, ভারতবর্ষে পার্লামেন্টে বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য যাঁকে সদস্যপথ হারাতে হয়েছিল৷ সদস্যপদ ফিরে পাওয়ার পরেও আজও তিনি যে জায়গায় থাকতে চাইছেন যে জায়গাটাকে দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমি দিল্লিতে বহুবার প্রতিবাদ করেছি৷ দিল্লিতে তাঁকে ঘরছাড়া করা হয়েছে। তাঁকে থাকার জায়গা বরাদ্দ করা হচ্ছে না৷’
advertisement
advertisement
তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, যদি পশ্চিমবঙ্গে চুরি হয়, তাহলে কী আমি বলব যে পশ্চিমবঙ্গের চুরি হচ্ছে না? পশ্চিমবঙ্গে চুরি কাণ্ডে কারা জড়িত আমরা কি দেখতে পাচ্ছি না? ইডিকে আমরা ইডিয়েট বলি। আনিস খানের মৃত্যু থেকে শিক্ষক দুর্নীতি এমনকি রেশনের দুর্নীতির কারণে রেশন সামগ্রী পাচ্ছেন না সাধারণ মানুষ৷ তাই আমরা কোর্টে যাচ্ছি৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2024 9:53 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adhir Choudhury: রাহুলের মিছিলে এখনও পর্যন্ত বারবার বাধা পেতে হয়েছে রাজ্যে, বললেন অধীর চৌধুরী