Drinking Water Crisis: টাইম কলে জল পড়ে না, আসছে না ট্যাঙ্কার, হাহাকার কুলটিতে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Drinking Water Crisis: টাইম কলে দীর্ঘদিন ধরে জল আসছে না। প্রাথমিকভাবে পুরসভার পক্ষ থেকে ট্যাঙ্কার পাঠিয়ে জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরে সেই জলের ট্যাঙ্কারও আসছে না
পশ্চিম বর্ধমান: জুন মাসের মাঝামাঝি সময়ে এসেও তীব্র দহন জ্বালায় নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এরমধ্যে পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে তাপপ্রবাহের সর্তকবার্তা। সেই সঙ্গে দেখা দিয়েছে তীব্র জল সঙ্কট। কুলটির বিভিন্ন ওয়ার্ডে ভাল করে পানীয় জল পাওয়া যাচ্ছে না। গত ১০-১২ দিন ধরে জল আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। যার ফলে চরম বিপাকে পড়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ, টাইম কলে দীর্ঘদিন ধরে জল আসছে না। প্রাথমিকভাবে পুরসভার পক্ষ থেকে ট্যাঙ্কার পাঠিয়ে জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরে সেই জলের ট্যাঙ্কারও আসছে না। যার ফলে পানীয় জল পাচ্ছেন না এলাকার বাসিন্দারাও। এমন অবস্থায় তাঁদের ভরসা করতে হচ্ছে কুয়ো এবং পুকুরগুলির ওপর। কিন্তু সেই জল ব্যবহার করা কতটা স্বাস্থ্যকর, তা নিয়ে চিন্তিত সকলেই।
advertisement
advertisement
কিন্তু কেন জল আসছে না? এই বিষয়ে ১০৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন, পাইপলাইনে কিছু সমস্যা রয়েছে। যে কারণে টাইম কলে জল আসছে না। তাছাড়াও যে সমস্ত জায়গাগুলিতে জলের সঙ্কট দেখা দিয়েছে, সেই জায়গাগুলি অপেক্ষাকৃত উঁচু। তার ফলে সমস্যা দেখা দিচ্ছে। যদিও এলাকায় জল সঙ্কট মেটাতে দুটি পাইপলাইন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। খুব শীঘ্রই সমস্যা মিটে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তবে স্থানীয়দের দাবি, এই গরমে পানীয় জলের কষ্ট সহ্য করা আর সম্ভব হচ্ছে না। তাঁরা দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2024 1:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Drinking Water Crisis: টাইম কলে জল পড়ে না, আসছে না ট্যাঙ্কার, হাহাকার কুলটিতে