Howrah Drainage System: হাওড়ায় ইতিহাস! জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে ভূগর্ভস্থ পাইপ লাইনে নামবে ডুবুরি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah Drainage System: ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইনের মধ্যে প্রবেশ করে কংক্রিটের প্রাচীর ভাঙা এবং আবর্জনা পরিষ্কার করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যে কারণে সমস্যার সমাধানে একটি বেসরকারি সংস্থার সাহায্যে ড্রাইভার বা ডুবুরি নামানোর পরিকল্পনা করা হয়েছে
হাওড়া: শহরের বুকে ইতিহাস। ম্যানহোল বা ভূগর্ভস্থ পাইপ লাইন পরিষ্কারে নামছে ডুবুরি! বর্ষা এলেই হাওড়া শহরের বিভিন্ন ওয়ার্ড, রাস্তাঘাট জলের তলায় চলে যায়। এর ফলে শহরবাসীরা প্রবল দুর্ভোগের মুখে পড়েন। সাধারণ মানুষকে সেই জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হাওড়া পুরসভা এবার ম্যানহোল ও ভূগর্ভস্থ পাইপ লাইন পরিষ্কারের ডুবুরি নামানোর সিদ্ধান্ত নিয়েছে।
হাওড়ার বেলেলিয়াস রোড বরাবর প্রায় দেড় কিলোমিটার রাস্তা বরাবর ১৯, ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে ম্যানহোল বা পাইপ লাইন রয়েছে। জল জমার সমস্যা দূর করতে, ম্যানহোল বা পাইপলাইন বর্ষার আগে পরিষ্কারের কাজ করেও এতদিন সমস্যার সুরাহা হয়নি। তবে গত বছর পর্যবেক্ষণে দেখা যায়, হাওড়া শহরের বেলেলিয়াস রোডের নিচ দিয়ে বহু বছর আগে তৈরি ম্যানহোল বা সুয়ারেজ লাইনে বেশ কিছু স্থানে ইটের প্রাচীর রয়েছে। যার ফলে নিকাশি লাইনের বিভিন্ন স্থানে প্রায় ৮০ শতাংশ ব্লকেজ রয়েছে। এর ফলে সহজে জল নামছে না শহর থেকে।
advertisement
advertisement
ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইনের মধ্যে প্রবেশ করে কংক্রিটের প্রাচীর ভাঙা এবং আবর্জনা পরিষ্কার করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যে কারণে সমস্যার সমাধানে একটি বেসরকারি সংস্থার সাহায্যে ড্রাইভার বা ডুবুরি নামানোর পরিকল্পনা করা হয়। হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬ লক্ষ টাকা ব্যয় করে এবার নিকাশি ব্যবস্থায় ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে বেশ কিছু ওয়ার্ডে জল জমার স্থায়ী সমাধান হবে, সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। এতে সাধারণ শহরবাসী দারুন খুশি হবে।
advertisement
এই প্রসঙ্গে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান সুজয় চক্রবর্তী জানান, সাধারণ মানুষের জন্য বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হাওড়া পুরসভা। এবারও শহরে জমা জলের যন্ত্রণা দূর করতে ম্যানহোল বা সুয়ারেজ লাইনে ডুবুরি নামানো হচ্ছে। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, যার ফলে পুরসভার তরফ থেকে কর্মরত ওই ডুবুরির জীবন বিমা করানো হয়েছে। যদিও প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ওই প্রাচীর ভেঙে দিলেই সমস্যার সমাধান হবে। তবে প্রাচীরের আগে প্রচুর পরিমাণে আবর্জনা স্তূপ রয়েছে। সেগুলো সরিয়ে দেওয়ার পর তবেই কংক্রিটের প্রাচীর ভাঙা সম্ভব হচ্ছে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2024 1:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Drainage System: হাওড়ায় ইতিহাস! জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে ভূগর্ভস্থ পাইপ লাইনে নামবে ডুবুরি